নারী এবং শিশুকল্যাণ ক্ষেত্রে বরাদ্দ বাড়ল বাজেটে

wcdনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : বাজেটে বাড়ল নারী এবং শিশুকল্যাণ ক্ষেত্রে বরাদ্দ | গত বছর বাজেটে নারী এবং শিশুকল্যাণ খাতে বরাদ্দ ছিল ১.৫৬ লক্ষ কোটি টাকা| এবার তা বেড়ে হল ১.৮৪ লক্ষ কোটি টাকা| সব কা সাথ, সব কা বিকাশ | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাকে মাথায় রেখেই ৱুধবার পেশ করা ২০১৭-১৮ অর্থবর্ষের নারী এবং শিশুকল্যাণ ক্ষেত্রে বরাদ্দ অনেকটাই বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি|
বিভিন্ন মন্ত্রকের মাধ্যমে নারী এবং শিশুকল্যাণে সরকার আরও উদ্যোগী হবে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী| মহিলা উন্নয়নে সারা দেশ জুড়ে মহিলা শক্তিকেন্দ্র গঠন করা হবে| এই লক্ষ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে| গ্রামীণ মহিলাদের উন্নয়নকল্পে এই মহিলা শক্তিকেন্দ্র কাজ করবে| সাক্ষরতা, স্বাস্থ্য, সচেতনতা এবং শিশুদের পুষ্টির বিকাশেও কাজ করবে এই নারী শক্তিকেন্দ্র| ৩১ ডিসেম্বর গর্ভবতী মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী| সেই অনুযায়ী ৬০০০ টাকা গর্ভবতী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে যাবে| প্রক্রিয়াটিতে স্বচ্ছতা আনার কথা বাজেটে জানিয়েছেন অরুণ জেটলি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *