নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : এবার বাজেটে মধ্যবিত্তের জন্য সুখবর| আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্রীয় সরকার| এবারের বাজেটে তিন লাখ পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর লাগবে না বলে ঘোষণা করা হয়েছে| পাশাপাশি বার্ষিক আযের উপর করের ছাড় দেওয়া হয়েছে এবারের বাজেটে| তিন লাখের বেশি থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয়, তাদের কর দিতে হবে পাঁচ শতাংশ| যা আগে ছিল ১০ শতাংশ| আর ৫০ লাখ টাকার উপর থেকে ১ কোটি টাকা পর্যন্ত বার্ষিক আয় যাদের, তাদের ১০ শতাংশ সারচার্জ দিতে হবে| এক কোটি টাকার বেশি যাদের বার্ষিক তাদের ১৫ শতাংশ সারচার্জ দিতে হবে বলে এদিনের সাধারণ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন|
নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই এবারের বাজেটে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়বে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল| এতদিন কোনও ব্যক্তির বার্ষিক আয় আড়াই লাখ টাকা পর্যন্ত হলে কোনও কর দিতে হত না| আড়াই লাখের বেশি থেকে পাঁচ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ কর দিতে হত| পাঁচ লাখের বেশি থেকে ১০ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ২০ শতাংশ কর দিতে হত| দশ লাখের বেশি থেকে ১ কোটি পর্যন্ত বার্ষিক আয়ে ৩০ শতাংশ কর দিতে হত| এক কোটির উপরে ৩০ শতাংশ কর দিতে হয় এবং অতিরিক্ত ১৫ শতাংশ সারচার্জ দিতে হয়|
তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তিন লাখ পর্যন্ত কোনও আয়কর দিতে হত না| তিন লাখের বেশি থেকে পাঁচ লাখ পর্যন্ত ১০ শতাংশ কর দিতে হত| পাঁচ লাখের বেশি থেকে ১০ লাখ পর্যন্ত দিতে হয় ২০ শতাংশ আয়কর দিতেন| আর ১০ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হত ৩০ শতাংশ কর| এক কোটির পর থেকে ৩০ শতাংশ করের পাশাপাশি ১৫ শতাংশ সারচার্জ দিতে হত|