নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস সাংসদ ই আহমেদ| বুধবার ভোররাতে তঁার মৃতু্যর কথা জানান চিকিত্সকরা| দিল্লির আরএমএল হাসপাতালের এক শীর্ষ চিকিত্সক জানিয়েছেন, রাত ২.১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কংগ্রেস সাংসদ ই আহমেদ| মৃতু্যকালে তঁার বয়স হয়েছিল ৭৮ বছর| মঙ্গলবার বাজেট অধিবেশনের প্রথম দিন সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সাংসদ ই আহমেদ| সঙ্গে সঙ্গে স্ট্রেচার এনে তঁাকে অ্যাম্বুল্যান্সে তোলা হয়| এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়| কিন্তু প্রাণে বঁাচানো গেল না ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের নেতা ই আহমেদকে| প্রয়াত হলেন তিনি| বর্ষীয়ান কংগ্রেস সাংসদের অকাল মৃতু্যতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, `ই আহমেদের মৃতু্যতে গভীর শোকাহত|’
উল্লেখ্য, মনমোহন সিং সরকারের বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন কেরলের বর্ষীয়ান নেতা ই আহমেদ| কেরলের সাংসদ থাকার পাশাপাশি ভারতীয় মুসলিম লিগের সভাপতিও ছিলেন তিনি| কেরলের মলাপ্পুরম লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন ই আহমেদ|