BRAKING NEWS

সবার আগে দেখতে হবে জনতার স্বার্থ, বিরোধীদের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর

pm-narendra-modiনয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): দেশবাসীর ভালোর জন্য সুস্থ আলোচনা হোক সংসদে| বাজেট অধিবেশনের প্রাক্কালে বিরোধীদের উদ্দেশে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট অধিবেশনকে সফল করার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানান| রেল বাজেট ও সাধারণ বাজেট একত্রে পেশ করার সুবিধাগুলি নিয়ে আলোচনা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবার আগে দেখতে হবে জনতার স্বার্থ|’ প্রধানমন্ত্রীর কথায়, ‘এই অধিবেশনে অনেক বিষয়ে আলোচনা হোক| বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে কথা হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দলের সঙ্গে| মানুষের ভালোর জন্য আলোচনা হোক|’
সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও বিরোধীদের উদ্দেশে বলেছেন, ‘বাজেট অধিবেশনের গুরুত্ব বিচার করে প্রত্যেকেই আশা করি গঠনমূলক ও সদর্থক আলোচনায় অংশ নেবেন| সরকারের কোনও বিষয় নিয়েই কিছু লুকনোর বা ভয় পাওয়ার নেই| সমস্ত বিষয়েই আলোচনায় রাজি সরকার|’
উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশন খুব একটা শান্তিপূর্ণ হয়নি| নোট বাতিল নিয়ে কার‌্যত পণ্ড হয়েছে অধিবেশন| এবার তাই বিরোধীদের শান্তিপূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী| বাজেট অধিবেশনেও যে বিরোধীদের হইহট্টগোলের আশঙ্কা রয়েছে তা বলাইবাহুল্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *