BRAKING NEWS

শিশু শ্রমিক ছিলেন, নিজের আত্মজীবীতে লিখেছেন দ্য গ্রেট খলি

Great Khaliনয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : শিশু শ্রমিক ছিলেন দ্য গ্রেট খলি| অত্যন্ত গরবী পরিবারের সন্তান হওয়ায় স্কুলের আড়াই টাকা ফি দিতে না পেরে পড়া ছেড়ে ছিলেন দ্বিতীয় শ্রেণীতেই | মাত্র আট বছর বয়সে স্কুল ছেড়ে রোজ পাঁচ টাকার জন্য শিশুশ্রমিকের কাজ করতেন | নিজের আত্মজীবনীতে ছোটবেলার এই লড়াহয়ের কথা তুলে ধরেছেন দলীপ সিং রানা ওরফে খলি| তাঁর আত্মজীবনীর নাম দ্য ম্যান হু বিকেম খলি| বিনীত কে বনসলের সঙ্গে মিলে আত্মজীবনীতে তাঁর জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেছেন |
১৯৭৯ সালে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার পর স্কুলের ফি দিতে না পারায় রোজ গালমন্দ করতেন প্রধান শিক্ষক| একদিন ক্লাসে সবার সামনেই চরম অপমান করলেন ক্লাসটিচার| সহপাঠীরাও হাসাহাসি শুরু করল| সেদিনের পর আর স্কুলে যায়নি দলীপ| তার পড়াশোনা সেখানেই শেষ হয়ে যায়| দারিদ্রতার সঙ্গে বিশাল চেহারার জন্য জুটত বিদ্রুপ| এরকম পরিস্থিতিতে গ্রামে পাঁচ টাকা রোজে গাছ লাগানোর কাজ করেন| গাছ লাগানোর কাজ সহজ ছিল না| এই কাজে প্রচণ্ড শক্তি দরকার ছিল| আট বছর বয়সেই সেই শক্তি থাকায় বাবার আপত্তি সত্ত্বেও কাজে যোগ দেয় দলীপ| রোজ চার কিমি হেঁটে গিয়ে গাছ এনে গ্রামে লাগাতে হত| তারপর আবার বীজ আনতে যেতে হত| প্রথম দিনের কাজ শেষে পাঁচ টাকা পেয়ে অসম্ভব আনন্দ হয়েছিল ছোট্ট দলীপের| দ্য গ্রেট খলি হয়ে ওঠার পরেও এখনও সে কথা মনে আছে তাঁর|
শিশুশ্রমিক হিসেবে কাজ শুরু করলেও, খলির মতে, তাঁর প্রথম চাকরি সিমলার এক রেস্তোরাঁ ব্যবসায়ীর দেহরক্ষী হওয়া| থাকা, খাওয়া ছাড়াও তিনি পেতেন মাসে দেড় হাজার টাকা| এভাবে লড়াই করতে করতেই খ্যাতির শিখরে পৌঁছে যাওয়ান খলি| তিনি প্রথম ভারতীয় হিসেবে ডবলুডবলুই-তে যোগ দেন| পরিচিত হয়ে ওঠেন দ্য গ্রেট খলি নামে| ডবলুডবলুই চ্যাম্পিয়ন হয়ে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন| তার লড়াইয়ের সেই কাহিনীই আছে দ্য গ্রেট খলির আত্মজীবনীতে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *