BRAKING NEWS

কাঞ্চনপুরে রিয়াং শরণার্থী শিবিরে গোলাগুলি রক্তাক্ত এক ব্যক্তি, অল্পেতে রক্ষা কিশোরী

naisingpara-reang-campনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ হত্যার জন্য এক কিশোরী ও এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে৷ কিশোরী অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছে ঐ ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উত্তর জেলার কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী শিবিরে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা৷
সংবাদে প্রকাশ আনন্দবাজার থানার অধীন নাইসিংপাড়া শরণার্থী শিবিরের বাসিন্দা রাঙাবতি রিয়াং অভিযোগ করেছেন, তার ভাই রিংতামা রিয়াং (৪৮) এবং হাংতামতি রিয়াং (১৪) নামের এক কিশোরীকে খুনের চেষ্টা করেছে এলাকারই লাল রিয়াং (২৯) নামের এক যুবক৷ ঐ যুবক গুলিভর্তি পিস্তল নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রিংতামা রিয়াং এর বাড়িতে যায়৷ তখন ঘরেই ছিলেন তিনি৷ তার সাথে ছিলেন কিশোরী হাংতামতি রিয়াংও৷ কোন একটি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়৷ একসময় উত্তেজিত হয়ে লাল রিয়াং তার কোমড়ে গুঁজে রাখা গুলিভর্তি পিস্তল বের করে রিংতামা রিয়াং ও হাংতামতি রিয়াংকে লক্ষ করে গুলি চালায়৷ তাতে রিংতামা রিয়াং গুলিবিদ্ধ হয়৷ অক্ষত থাকে হাংতামতি৷ তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে যায়৷ ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লাল রিয়াং৷
এদিকে, পরবর্তী সময়ে এলাকার লোকজন রক্তাক্ত রিংতামা রিয়াংকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ এদিকে, আহতের পরিবারের তরফ থেকে গোটা ঘটনার বিবরণ দিয়ে আনন্দবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন৷ মামলার নম্বর ১/১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৩২৬/৩০৭ আইপিসি এবং অস্ত্র আইনের ২৫(২) ধারা মোতাবেক৷ পুলিশ ঘটনার তদন্তে নাইসিংপাড়া শরণার্থী শিবিরে গিয়েছে৷ তদন্ত শুরু হয়েছে৷ তবে খবর লেখা পর্যন্ত অভিযুক্ত লাল রিয়াংকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ প্রসঙ্গত, মিজোরামের রিয়াং শরণার্থীদের হাতে ব্যাপক মাত্রায় আগ্ণেয়াস্ত্র রয়েছে বলে খবর৷ শুধু তাই নয় তাদের হাত ধরে রাজ্যের বিভিন্ন স্থানে আগ্ণেয়াস্ত্রের চোরাচালন হচ্ছে৷ এই ব্যাপারে রাজ্য আরক্ষা প্রশাসনের তরফ থেকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *