BRAKING NEWS

খুনের অভিযুক্তকে ভোটে লড়ার টিকিট, বসপাকে চিঠি দিল বিজেপি

UPলখনউ, ২৮ জানুয়ারি (হি.স.) : খুনে অভিযুত্ত্ কে ভোটে লড়ার টিকিট দেওয়ার জন্য বহুজন সমাজ পার্টি (বসপা)-র নেত্রী মায়াবতীকে আইনি নোটিস পাঠাল বিজেপি| ২০০৯ সালে মান্না সিং নামে এক স্থানীয় কন্ট্রাক্টরকে খুনের অভিযোগ ওঠে মুখতার আনসারির বিরুদ্ধে| এই মুখতার আনসারি,তার ভাই এবং ছেলেকে ভোটে লড়ার টিকিট দিয়েছে বসবা| ওই খুনের সাক্ষী ছিলেন বিজেপি নেতা অশোক সিং| তিনিই বহুজন সমাজ পার্টির প্রধানকে নোটিস পাঠিয়েছেন| ৩০ তারিখ মায়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করবেন তিনি|
২৬ জানুয়ারি মায়াবতী ঘোষণা করেন, মৌ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়বে প্রাক্তন বিধায়ক মুখতার আনসারি| ১৯৯৬ সালে এই মৌ আসনেই জিতেছিল সে| মায়ার যুক্তি, আনসারির বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হয়নি| তাই তাকে দলে ফেরানো হল| আনসারির ছেলে আব্বাস, ভাই সিগবাতুল্লাও বসপায় যোগ দেন| তাঁরা ঘোসি এবং মহম্মদাবাদ আসন থেকে বিধানসভা ভোটে লড়বেন| কৃষ্ণানন্দ রায়ের খুনের মূল অভিযুক্ত আনসারি আপাতত লখনউ জেলে| মান্না সিংয়ের খুনের সাক্ষী রাম সিং মৌর‌্যকে খুনের অভিযোগে ২০১০ সালে গ্রেফতার হয়েছিল সে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *