BRAKING NEWS

ক্যাশলেস লেনদেনের পক্ষে সওয়াল রাষ্ট্রপতির

President Republic Dayনয়াদিল্লী, ২৫ জানুয়ারী (হিঃসঃ)৷৷ দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের আগাম শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ দেশের ৬৮ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে ক্যাশলেস লেনদেনের পক্ষে সওয়াল করেন দেশের সাংবিধানিক প্রধান৷ তিনি বলেন, দেশ যত ক্যাশলেস লেনদেনের দিকে এগোবে ততই স্বচ্ছ হবে অর্থনীতি৷ একইসঙ্গে বুধবারের ভাষণে সন্ত্রাসবাদ, অসহিষ্ণুতা সহ একাধিক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি৷
এদিনের ভাষণে প্রথমেই দেশের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ এরপরই আসেন সন্ত্রাসবাদ প্রসঙ্গে৷ তিনি বলেন, সন্ত্রাসবাদের ভালো বা মন্দ হয় না৷ সন্ত্রাসবাদ মানেই খারাপ৷ তাকে নির্মূল করতে হবে৷ একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিক অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷
তবে, আমাদের দেশ যে ক্রমশ এগিয়ে চলেছে সেকথাও উঠে আসে তাঁর বক্তব্যে৷ তিনি বলেন, ‘আমরা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মানবসম্পদের ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয়৷ সেনা শক্তির দিক থেকে তৃতীয়৷ সারা বিশ্বের মধ্যে আমাদের দেশের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে৷’
অর্থনীতি নিয়ে বলতে গিয়ে নোট বাতিলের কথা টানেন রাষ্ট্রপতি৷ এনিয়ে তিনি বলেন, কালোটাকার বাড়বাড়ন্ত রুখতে পুরনো নোট বাতিল করা হয়েছে৷ এর ফলে দেশের অর্থনীতিতে সাময়িক মন্দা দেখা দিয়েছে৷ তাঁর মতে, দেশ যত ক্যাশলেস লেনদেনের দিকে এগোবে ততই স্বচ্ছ হবে অর্থনীতি৷ এরপর তিনি বলেন, ‘বহুত্বই ভারতের শক্তি৷ সমাজ, সংসৃকতি, ভাষা, ধর্ম- এসবের বহুত্বই ভারতকে শক্তি দিয়েছে৷ সবকিছুকে যুক্তি দিয়ে দেখাই আমাদের পরম্পরা৷ তবে, অসহিষ্ণুতা সহ্য করা হবে না৷ সহিষ্ণুতা, ধৈর্য ও অপরকে শ্রদ্ধাই একটি শক্তিশালী গণতন্ত্রের লক্ষণ৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *