BRAKING NEWS

এনএসসিএন-এর হামলায় রক্তাক্ত অসম, হত দুই আধাসেনা

terroistতিনসুকিয়া (অসম), ২২ জানুয়ারি, (হি.স.) : উজান অসমের তিনসুকিয়া জেলার জাগুন থানার অন্তর্গত অসম-অরুণাচল প্রদেশ-মায়ানমার সীমান্তবর্তী ঘন জঙ্গলাবৃত এলাকায় আজ রবিবার সকাল প্রায় ৮.৩০ মিনিট নাগাদ নাগাল্যান্ডের উগ্রপন্থী সংগঠন এনএসসিএন (খাপলাং)-এর নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলের যৌথ উগ্রপন্থী মঞ্চের অতর্কিত গুলি-হামলায় আধাসেনা ১৩ আসাম রাইফেসলস-এর দুই জওয়ান নিহত হয়েছেন| এতে আরও কয়েকজন ঘায়েল হয়েছেন বলে খবর পাওয়া গেলেও ঠিক কতজন আহত হয়েছেন তা জানা যায়নি| ঘটনার পর এলাকা ঘিরে চিরুনি অভিযান চালানো হয়েছে| হ্যালিকপ্টারে জঙ্গিদের তালাশি চালিয়েছেন সেনা আধিকারিকরা| এখনও হামলাবাজদের টিকির নাগাল পাওয়া যায়নি|
সূত্রের খবর, জঙ্গলাবৃত রাস্তার রুটিন-প্রহরায় নিয়োজিত ছিলেন আসাম রাইফেলস-এর বেশ কয়েকজন জওয়ান| সীমান্তবর্তী অরুণাচলে চলছে শীতের উত্সব উইন্টার ফেস্টিভ্যাল-২০১৭| আজ এই উত্সবের শেষ দিন ছিল| তাই সেই রাস্তা দিয়ে মেলায় অংশগ্রহণকারীদের আনাগোনা শুরু হয়েছিল| তাঁদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল আধা সামরিকবাহিনী আসাম রাইফেলস-এর জওয়ানদের| কিন্তু আচমকা আজ সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ নাকি রকেট লঞ্চার দিয়ে তাঁদের ওপর যৌথ রক্তাক্ত হামলা চালায় এনএসসিএন (কে) ও অসমের আলফা-স্বাধীন জঙ্গিরা| এতে দুই জওয়ান মারা যাওয়ার পাশাপাশি আরও কয়েকজন ঘায়েল হয়েছেন| এর পর দু-পক্ষের মধ্যে শুরু হয় তুমুল গোলাগুলি|
গত ১৯ নভেম্বর ভোরে এই তিনসুকিয়া জেলার পেঙেরি থানার অন্তর্গত ডিগবয়-পেঙেরি রোডের আপার দিহিং রিজার্ভ ফরেস্ট অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ১৫ কুমায়ুন রেজিমেন্টের কনভয়ে একইভাবে রক্তাক্ত হামলা চালালে তিন জওয়ান নিহত হওয়ার পাশাপাশি চার জওয়ান গুতরভাবে জখম হয়েছিলেন| ওই হামলাও করেছিল আলফা স্বাধীন-সহ তাদের সহযোগী এনএসসিএন ও মণিপুরের জঙ্গিরা| সেদিনের হামলার পর পেঙেরির পাশাপাশি মার্ঘেরিটা থানা এলাকার ঘন জনবসতি অঞ্চল-সহ সংলগ্ন এলাকায় আলফা-বিরোধী অভিযান চালিয়ে তেমন কোনও সাফল্য পায়নি সেনা|
আজকের হামলায় কতজন উগ্রপন্থী ছিল তা জানা যায়নি| তবে প্রায় তিন-সাড়ে তিন ঘণ্টা গুলি বিনিময়ের ঘটনায় উগ্রপন্থীরা দলে বেশ ভারী ছিল বলে মনে করা হচ্ছে| গোলাগুলির জন্য জাগুন-জয়রামপুর সড়ক সিল করে দেওয়া হয়েছে| পাশাপাশি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে মায়ানমারগামী সড়কও| উল্লেখ্য, অকুস্থলটি ভারত ভূখণ্ডের অসম-অরুণাচল প্রদেশ ও প্রতিবেশী মায়ানমার সীমান্তে ঘেঁষা| তাই জঙ্গিরা নাশকতা সংঘটিত করে খুব অনায়াসেই জঙ্গলের রাস্তা ধরে বহিঃরাষ্ট্র মায়ানমারে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়| সেনা অভিযান এখনও চলছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *