BRAKING NEWS

নির্বাচনী প্রচারে মাওবাদীদের টার্গেটে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

pm-narendra-modiনয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : দেশের পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচনী প্রচারের সময়ে মাওবাদীরা টার্গেট করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে| এমনটাই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা | এছাড়াও মাওবাদীদের টার্গেটে রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সভাপতি অমিত শাহ| এনিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজিকে জানানো হয়েছে|
গত লোকসভা নির্বাচনের প্রচারের সময়ে পটনার গান্ধী ময়দানে ছোটখাটো বিস্ফোরণ ঘটানো হয়েছিল| সেকথা মাথায় রেখে বরাবরই প্রধানমন্ত্রীর সমাবেশে তাঁর নিরপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়| এবার দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সময়ে প্রধানমন্ত্রী সহ বিজেপির প্রথমসারির নেতারা একাধিক সভা করবেন| সেই সময়েই তাঁদের ওপরে হামলা চালাতে পারে মাওবাদীরা| গোয়েন্দোদের আশঙ্কা, ওইসব সমাবেশে আইডি বিস্ফোরণ ঘটানোর জন্য বাইরে থেকে মাও ক্যাডারদের আনা হচ্ছে|
সম্প্রতি মাওবাদীদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে মাও ক্যাডারদের হত্যা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দায়ি করা হয়েছে| এনিয়ে অন্ধ্রের মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে মাওবাদীদের নিশানায় রয়েছেন| ওড়িশার মালাকানগিরিতে সম্প্রতি ৩০ মাওবাদী ক্যাডার পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে| সেকথাও উল্লেখ করেছে মাওবাদীরা| প্রসঙ্গত, মাওবাদী ছাড়াও শিখ ও ইসলামি সন্ত্রাসী গোষ্ঠীগুলিও প্রধানমন্ত্রীকে নিশানা করতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *