নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ জানুয়ারি৷৷ পৃথক রাজ্যের দাবি রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করে দিতে পারে, সে বিষয়ে রাজ্য

সরকার যথেষ্ট চিন্তিত৷ উগ্রপন্থীর সমস্যা রাজ্যে নেই, কিন্তু উপজাতি অংশের মানুষদের একাংশকে বিভ্রান্ত করে যেভাবে রাজ্যভাগের জন্য আন্দোলনমুখী করে তোলা হয়েছে তা আগামীদিনে আইন শৃঙ্খলা ব্যবস্থাতেও প্রভাব ফেলবে৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সকাশে রাজ্যের মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি পেশ করেছেন৷ সূত্রের খবর, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাতে, উঠে এসেছে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি৷ রাজ্যভাগের ইস্যুকে কেন্দ্র করে আগামীদিনে যাতে আইন শৃঙ্খলা ব্যবস্থায় কোন ব্যাঘাত না ঘটে সে বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী৷
আগামী ফেব্রুয়ারি মাসে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি এবং আইএনপিটি দিল্লিতে গণবস্থান পালন করবে৷ আইপিএফটির রাজ্য ভাগের দাবি এবং আইএনপিটির ইনার লাইন পারমিট চালু করার দাবি দুটোই কেন্দ্রের কাছে জানাবে তারা৷ স্বাভাবিকভাবেই উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির দাবির প্রতি কেন্দ্র নরম মনোভাব পোষণ করলে আইনশৃঙ্খলা ব্যবস্থা অবনতি ঘটতে পারে৷ ধারণা করা হচ্ছে, এই আশঙ্কাতেই মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আগামীদিনে আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি না ঘটে তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন৷
এদিকে, মুখ্যমন্ত্রী এদিন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সাথেও দেখা করেছেন৷ আগরতলা বিমানবন্দরের সম্প্রসারণ এবং বেসরকারি সংস্থার বিমানে করে আগরতলা থেকে রোগীদের বর্হিরাজ্যের নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন৷ মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আগরতলা বিমানবন্দরের সম্প্রসারণের প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্দিষ্ট দিন স্থির করার জন্য অনুরোধ জানিয়েছেন৷ পাশাপাশি বেসরকারি সংস্থার বিমানে করে রোগীদের আগরতলা থেকে বর্হিরাজ্যে নিয়ে যাওয়ার বিষয়টি সুুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী৷