BRAKING NEWS

সমাজবাদী পার্টিতে প্রতিক চিহ্ণ নিয়ে বাপ-বেটার যুদ্ধের অবসান, টিপুর দখলে সাইকেল, নির্বাচন কমিশনের রায়

akhilesh-mulayamলখনউ, ১৬ জানুয়ারি (হি.স)ঃ দলীয় প্রতীক নিয়ে গত কয়েকদিনের দড়ি টানাটানির অবসান হল আজ৷ সোমবার নির্বাচন কমিশনের বিচারেও ছেলে অখিলেশের কাছে হার মানলেন মুলায়ম সিং যাদব৷ সমাজবাদী পার্টির সাইকেল প্রতীকের অধিকার পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ আগামী নির্বাচনে সপার অখিলেশ পক্ষই সরকারি ভাবে সাইকেল চিহ্ণ নিয়ে লড়াই করতে পারবেন৷ অখিলেশ এই জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র আর পি এন সিং৷ সোমবার একটি অর্ন্তবর্তীকালীন নির্দেশে নির্বাচন কমিশন জানায়, অখিলেশ গোষ্ঠীর হাতেই সবচেয়ে বেশি সংখ্যক সমর্থন রয়েছে৷ তাই সাইকেল প্রতীক অখিলেশ যাদবেরই প্রাপ্য৷ কমিশনের একটি আইনি বিশেষজ্ঞ দল আজকের এই নির্দেশের আগে পুরো বিষয়টি খতিয়ে দেখে৷ তারা কথা বলেন মুলায়ম যাদব ও অখিলেশ যাদব দু’টি গোষ্ঠীর সঙ্গেই৷ এই রায় ঘোষণার পর আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগরার ইনার রিং রোডে সাইকেল চালিয়ে যান৷ এবার সাইকেল প্রতীক চিহ্ণ নিয়ে নির্বাচনী যুদ্ধে সমাজবাদী পার্টির প্রতিনিধি হিসেবে মাঠে নামবেন অখিলেশ৷ দিন কয়েকের মধ্যে প্রার্থী তালিকাও প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান৷ আগামীকাল থেকে আসন্ন নির্বাচনের জন্যে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে৷ অখিলেশের এই জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র আর পি  এন সিংহ৷ সোমবার একটি আন্তর্বতীকালীন নির্দেশে নির্বাচন কমিশন জানায়, অখিলেশ গোষ্ঠীর হাতেই সবচেয়ে বেশি সংখ্যক সর্মথন রয়েছে৷ তাই সাইকেল প্রতীক অখিলেশ যাদবেরই প্রাপ্য৷ কমিশনের একটি আইনি বিশেষজ্ঞ দল আজকের এই নির্দেশের আগে পুরো বিষয়টি খতিয়ে দেখে৷ তারা কথা বলেন মুলায়ম যাদব ও অখিলেশ যাদব দু’টি গোষ্ঠীর সঙ্গেই৷ এই রায় ঘোষণার পর আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগরার ইনার রিং রোডে সাইকেল চালিয়ে যান৷ এবার সাইকেল প্রতীক চিহ্ণ নিয়ে নির্বাচনী যুদ্ধে সমাজবাদী পার্টির প্রতিনিধি হিসেবে মাঠে নামবেন অখিলেশ৷ দিন কয়েকের মধ্যে প্রার্থী তালিকাও প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান৷ আগামীকাল থেকে আসন্ন নির্বাচনের জন্যে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে৷ অখিলেশের এই জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র আর পি এন সিংহ৷ এই জয় কংগ্রেসের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ, বিজেপিকে রুখতে সপা-কংগ্রেস গাঁটছড়া বেধে নির্বাচনী যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে৷ এদিকে, সকালেই লখনউয়ে সমর্থকদের সঙ্গে মত বিনিময়দের সঙ্গে মত বিনিময় করার সময়েই বোঝা গিয়েছিল, ছেলে অখিলেশের সঙ্গে সমঝোতার আশা ছেড়েই দিয়েছেন যাদবকুলপতি মুলায়ম সিং যাদব৷ এখন তিনি কোমর বেধে অখিলেশের বিরোধিতায় নামতে চলেছেন৷ তেমন বুঝলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশের বিরুদ্ধেই ভোটে দাঁড়িয়ে পড়তে পারেন মুলায়ম৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে থেকে সমাজবাদী পার্টিতে পিতা-পুত্রের দ্বন্দ্ব শুরু৷ অখিলেশের অজান্তেই প্রার্থী তালিকা ঘোষণা করেন মুলায়ম৷ এমনকী, তিনি জানান, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে বিধায়করাই ঠিক করবেন কে মুখ্যমন্ত্রী হবেন৷ এরপর নতুন প্রার্থী তালিকা তৈরি করেন অখিলেশ৷ নতুন তালিকা তৈরি করায় পুত্র ও ভাই রামগোপাল যাদবকে বহিষ্কার করেন মুলায়ক৷ পরদিন চাপে পড়ে অখিলেশকে দলে ফেরত আনেন৷ তারপর রামগোপাল দলের বৈঠক ডেকে অখিলেশকে সভাপতি ঘোষণা করেন৷ শুরু হয় দলের প্রতীক নিয়ে পিতা-পুত্রের লড়াই৷ দু’পক্ষই নিজেদের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়৷ কিছুটা চাপে পড়ে কয়েকদিন আগে মুলায়ম ঘোষণা করেন, সমাজবাদী পার্টি নির্বাচনে জিতলে মুখ্যমন্ত্রী হবেন অখিলেশই৷ তারপরও দ্বন্দ্ব মেটেনি৷ তবে আপাতত কমিশনের হস্তক্ষেপে দল ও তার প্রতীক চিহ্ণ  নিয়ে বর্তমান দ্বন্দ্ব থামলেও, যাদব পরিবারের এই অন্তর্কলহ কিন্তু জনমানসে তেমন ভাল প্রভাব ফেলেনি, মত বিশেজ্ঞদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *