BRAKING NEWS

আইআইটিগুলোতে ছাত্রীদের জন্য সংরক্ষণের সুপারিশ কমিটির

IITনয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : দেশের আইআইটিগুলোতে ছাত্রীদের জন্য সংরক্ষণের সুপারিশ করল কমিটি| ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা কমে যাওয়ায় এই সুপারিশ করেছে কমিটি| সুপারিশে ছাত্রীদের জন্য ২০ শতাংশ অতিরিক্ত আসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে| তবে ছাত্রদের আসন সংখ্যা কমানো হবে না|
জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে| সেখানেই সংরক্ষণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে| আইআইটিতে ছাত্রীদের সংখ্যা বাড়ানোর জন্য অধ্যাপক টিমোথি গঞ্জালভেজের অধীনে একটি সাব-কমিটি গঠন করে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড| সেই কমিটিই ছাত্রীদের জন্য সংরক্ষণ চালু করার সুপারিশ করেছে | জয়েন্ট অ্যাডমিশন বোর্ড এই সুপারিশ অনুমোদন করলে আইআইটিতে ২০১৮ থেকেই ছাত্রীদের জন্য সংরক্ষণ চালু হবে| ২০২০ সালের মধ্যে আইআইটিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা এক লক্ষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *