BRAKING NEWS

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে শিক্ষকের ২১১৩ পদে টেটে কাট অফ মার্কস ২৯৫৪ জনের

Eduনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা পরিচালিত রাজ্যে প্রথমবারের মতো স্নাতক (মাধ্যমিক) স্তরের শিক্ষক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষক নিয়োগের জন্য গত ৪ ডিসেম্বর যে দুটি নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হয়েছিল তার ফলাফল আজ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে৷ গত ৪ ডিসেম্বর, ২০১৬ সালের রাজ্যের বিদ্যালয় গুলিতে স্নাতক(মাধ্যমিক) স্তরের শিক্ষক নিয়োগের জন্য গৃহীত হয়েছিল সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার৷ ওই নির্বাচনী পরীক্ষায় ১২৯৪ টি শূন্য পদের জন্য মোট ১৪৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন৷ মোট ১৩৯২ জন পরীক্ষার্থী বোর্ড নির্ধারিত কাট অফ মার্কস পেয়েছেন৷ এই পরীক্ষায় অসংরক্ষিত ৬৭৩ টি শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছিলেন ৯৮৭ জন৷ কাট অফ মার্কস অর্জনকারীর সংখ্যা ৯৩৪ জন৷ তপশিলী জাতির ২২০ টি শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছিলেন ৩৩৬ জন৷ কাট অফ মার্কস অর্জনকারীর সংখ্যা ৩৩১ জন৷ তপশিলী উপজাতির ৪০১ টি শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছিলেন ১৩৪ জন৷ কাট অফ মার্কস অর্জনকারীর সংখ্যা ১২৭ জন৷
রাজ্যের বিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর (উচ্চতর মাধ্যমিক) স্তরের শিক্ষক (পোস্ট গ্র্যাজুয়েট টিচার) নিয়োগের জন্য গত ৪ ডিসেম্বর, ২০১৬ সালে সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার শীর্ষক পরীক্ষাও গ্রহণ করা হয়৷ সর্বমোট ১৬টি বিষয়ের জন্য ৮২১ টি শূন্যপদের নিরিখে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ মিজো বিষয়ের জন্য কোনো আবেদনকারী না থাকায় মোট ১৫টি বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য এই নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হয়৷ এই পরীক্ষায় ১৮৩৪ জন আবেদনকারীর মধ্যে ১৭৩৩ জন পরীক্ষায় বসেন৷ এই পরীক্ষায় বিভিন্ন বিষয়ের (সর্বমোট ১৫টি বিষয়ের) অসংরক্ষিত ৪২৭ টি শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছিলেন ১১৭৮ জন৷ কাট অফ মার্কস অর্জনকারীর সংখ্যা ১১১৪ জন৷ তপশিলী জাতি ১৪১ টি শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছিলেন ৩৮৩ জন৷ কাট অফ মার্কস অর্জনকারীর সংখ্যা ৩৭৮ জন৷ তপশিলী উপজাতির ২৫১টি শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছিলেন ১৭২ জন৷ কাট অফ মার্কস অর্জনকারীর সংখ্যা ১৭০ জন৷
বিদ্যালয় শিক্ষাস্তরে গ্র্যাজুয়েট টিচার (মাধ্যমিক) নিয়োগের জন্য এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগের জন্য যে দুটি নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হয়েছে তাতে যে সকলপরীক্ষার্থী কাট অফ মার্কস অর্জন করেছেন তাদের মধ্যে থেকে শূন্যপদের নিরিখে নির্দিষ্ট আনুপাতিক হারে পরীক্ষার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে৷ আগামী ২৭ জানুয়ারি, ২০১৭ থেকে ৪ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার শীর্ষক পরীক্ষার পরীক্ষার্থীদের সার্টিফিকেট ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করা হবে৷ আগামী ১৭ জানুয়ারি ২০১৭ তারিখের মধ্যে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময়সূচী বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷ সার্টিফিকেট ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হলে শূন্যপদ অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে৷ সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার শীর্ষক পরীক্ষার পরীক্ষার্থীদের সার্টিফিকেট ভেরিফিকেশনের কাজ পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হবে৷ এই সকল বিষয়ে সার্বিকভাবে অবগত হওয়ার জন্য বোর্ডের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা নিয়ামক এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *