BRAKING NEWS

বুড়িঘর পুড়িয়ে পূণ্যস্নান, পিঠে পুলিতে চলছে মকর সংক্রান্তি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/ আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ পৌষ সংক্রান্তি মানেই আলাদা একটা অনুভূতি৷ পৌষ পার্বণের সাথে

পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঘরে ঘরে পিঠে পুলির ব্যাপক আয়োজন ছিল৷ শনিবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷
পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঘরে ঘরে পিঠে পুলির ব্যাপক আয়োজন ছিল৷ শনিবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

জড়িয়ে রয়েছে বাঙালির একটা আলাদা বন্ধন, এককাট্টা হয়ে বুড়ি ঘর, কীর্তন, লুট ধরা, বাড়ি বাড়ি পিঠে পুলির নিমন্ত্রণ, আরো কত কি! বুড়ি ঘরে সারা রাতব্যাপী হৈহল্লুর শেষে রাত্রিযাপনের পরদিন সকালে বুড়িঘর পুড়িয়ে সবাই পূণ্যস্নান করে৷ মকর সংক্রান্তির সকালে পূর্বপুরুষদের তর্পণ করা হয়৷ এরপর যত বেলা গড়ায় গ্রামে গ্রামে কীর্তনের ঢল নামতে শুরু করে৷ দলছুট সব বয়সের মানুষ কীর্তনীয়দের পিছু নেয়৷ বাড়ি বাণি তুলসিতলা থাকে আবির রাঙা৷ উঠোন থাকে আলপনায় আঁকা৷ বাড়ি বাড়ি কীর্তন শেষে দেওয়া হয় লুট৷ সেই লুট ধরতে যে চরম উচ্ছ্বাস ও উদ্দীপনা পরিলক্ষিত হয় গ্রামে গঞ্জে সেটা শহরের ব্যস্ততম জীবনযাত্রায় প্রায় হারিয়ে যেতে বসেছে৷ শুধু পড়ে আছে ঐতিহ্যের ফটো কপি৷ কিন্তু গ্রাম পাহাড়ে বাহালির ধারাপাতটা এখনো ততটাই অম্লান, জীবন্ত৷ শনিবার সারা রাজ্যের সাথে খোয়াই জেলাতেও মকর সংক্রান্তি উপলক্ষ্যে এই দৃশ্য ধরা পড়ল৷ কীর্তনীয়দের পিছু নিল আট থেকে আশি সকলেই৷
[vsw id=”KddLZWpOX-M” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিকে, রাজ্যের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি উপলক্ষে পূণ্যস্নাণ উপলক্ষে মেলা ও উৎসবের আয়োজন করা হয়৷ এর মধ্যে রয়েছে ডম্বুরের তীর্থমুখ, তেলিয়ামুড়ার চাকমাঘাট৷ প্রতিটি স্থানে পূণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে৷ মেলা ও উৎসবকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *