BRAKING NEWS

ভারতের হিন্দুরা স্বাভাবিক পরিস্থিতিতে নেই, পরম্পরা প্রতিষ্ঠিত করতে পারছেন না ঃ মোহনরাও ভগবত

Mohan Bhagwatকলকাতা, ১৪ জানুয়ারী (হিঃসঃ)৷৷ ভারতের হিন্দুরা স্বাভাবিক পরিস্থিতি নেই৷ উজ্জ্বল ও সমৃদ্ধ ভরা ভারতের ইতিহাস থাকা সত্ত্বেও হিন্দুরা তারা নিজেদের ঐতিহ্যবাহী পরম্পরা প্রতিষ্ঠিত করতে পারছেন না৷ পরিস্থিতি এমন যে হিন্দুরা নিজেদের পুজোপাঠ করতে পারছেন না৷ যদি নিজেদের দেশে হিন্দুদের অবস্থা এমন হয়, তা হলে বাংলাদেশের হিন্দুদের অবস্থা নিয়ে আশ্চর্য্য হওয়ার কিছু নেই৷ মকর সংক্রান্তির পূর্ণ্য তিথিতে ভারতে হিন্দুদের সংগঠিত ও একত্রিত হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র প্রধান মোহনরাও ভাগবত৷ শনিবার বিগ্রেডে মকর সংক্রান্তি উপলক্ষ্যে সঙ্ঘের বার্ষিক উৎসবে যোগ দিয়ে তাঁর বক্তব্য বলেন, আরএসএস ভারতে হিন্দুদের শক্তিশালী করতে নিরলসভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে৷ কিন্তু এজন্য সঙ্ঘ অন্যদের বিরোধিতা করে না৷ কেননা আরএসএস কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়, জীবনে চলার পদ্ধতির আরেক নাম আরএসএস৷ আর এজন্য গত ৯০ বছর ধরে এইভাবে সঙ্ঘ তাদের কাজ চালিয়ে যাচ্ছে, এবং আগামীদিনেও সুসংগতভাবে চালিয়ে যাবে৷
মকর সংক্রান্তি উপলক্ষ্যে সঙ্ঘের বার্ষিক উৎসবে যোগ দিতে শুক্রবার শহরে পা রাখেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত৷ যদিও এদিনের বার্ষিক উৎসবকে কেন্দ্র করে আইনি জটিলতা নিয়ে একটি বাক্যও খরচ করেননি তিনি৷ উল্লেখ্য, শুক্রবার আদালতের রায়ে এদিনের উৎসবের জটিলতা কাটে৷ সভা নিয়ে কলকাতা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ টালবাহানার পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিনের উৎসবে যোগ দিতে প্রায় চার হাজার আরএসএস কর্মী হাজির ছিলেন৷ এছাড়া রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগঠনের কর্মী-সমর্থকরা এদিন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের বক্তব্য শুনতে হাজির হন৷ কড়া পুলিশ নিরাপত্তা ও আদালতের শর্ত মোতাবেক সভা চত্বরকে ঘিরে ফেলা হয়৷ এদিনের উৎসবের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি সঙ্ঘ সেবকরা ড্রিল প্রদর্শন করেন৷
পরে আরএসএস প্রধান মোহনরাও ভাগবত মকর সংক্রান্তির পূণ্য তিথিতে গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করে গঙ্গার উৎপত্তি ও রাজ্য ভগীরথ দেবী গঙ্গাকে আহ্বান করা ইতিহাস বর্নণা করেন৷ এ প্রসঙ্গে তিনি বলেন, আদি অনন্তকাল ধরে রাজনীতি চলে আসছে৷ কিন্তু তপস্বীরা রাজনীতি থেকে দূরেই থাকেন৷ যারা নিজেদের কাজ করতে রাজনীতি করেন, তাদেরই হানি হয়৷ যেমনটা হয়েছিল সাগর রাজার পুত্রদের৷ কিন্তু যুগ যুগ ধরে কঠিন পরিশ্রম ও তপস্যা করে রাজা গভীরথ দেবী গঙ্গাকে আহ্বান করেন৷ এই প্রসঙ্গে তিনি সঙ্ঘের কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো কাজ সম্পন্ন করতে চাই শুদ্ধ সংকল্প৷ এজন রাজ্য গভীরথ -এর মত বংশ পরম্পরায় শুদ্ধ সংকল্প নিয়ে কঠিন পরিশ্রম করলে কাজ হবে৷ তিনি আরও বলেন, সূর্য দেব যেমন কখনও নিজের আলো দিতে থেমে থাকেন না, তেমনই কোনও কাজে থেকে গেলে চলবে না৷ সূর্যের আলো থেকে যে শক্তি পাওয়া যায়, সেই শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান৷ তিনি স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখ করে বলেন, দূর্বলতা হলেই মৃত্যু৷ আমরা যদি একত্রিত ও সংগঠিত থাকি, তাহলে কোনো শক্তিই আমাদের পরাস্ত করতে পারবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *