BRAKING NEWS

রাজ্যজুড়ে জঙ্গলের রাজত্ব চলছে, অভিযোগ রাহুল সিনহার

01-rahul-sinha কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : রাজ্যজুড়ে জঙ্গলের রাজত্ব চলছে| রাজ্যে প্রশাসন বলে কিছুই নেই বলে অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা| সোমবার তিনি বলেন, জনগণের রায়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসেছে| অথচ রাজ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় রাজ্যজুড়ে হিংসার বাতাবরণ তৈরি করছে দলের নেতা-কর্মীরা| এই অরাজকতার জন্য জনগণই একদিন তৃণমূল কংগ্রেস সরকারকে গদিচু্যত করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন|

এদিন তিনি জখম হুগলির প্রাক্তন বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার‌্যকে দেখতে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে এলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়| এমনকি উত্তরপাড়া-কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব-র নেতৃত্বে একদল দুস্কৃতি তাঁর উপর আক্রমন করে বলে অভিযোগে জানা গিয়েছে| এর প্রেক্ষিতে এদিন বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা বলেন, এব্যাপারে উত্তরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে| এমনকি গোটা বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে|

তিনি অভিযোগে বলেন, গত ৩ জানুয়ারি রোজভ্যালিকান্ডে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে বেছে বেছে বিজেপি কার‌্যালয়ে ও নেতা-কর্মীদের উপর আক্রমন করে শাসকদল রাজ্যে হিংসার পরিবেশ তৈরি করেছে| এদিন একদল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুস্কৃতিরা লাঠি, রড নিয়ে তাঁর উপর আক্রমন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন| তিনি এই আক্রমনের প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা করে প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতারের দাবি জানান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *