নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| শনিবার দিল্লিতে জাতীয় কর্মসমিতির অথনৈতিক প্রস্তাব পড়ার সময় জেটলি বলেছেন, ‘নোটবাতিলের কারণে অসংগঠিত অর্থনীতি এবার দেশের অর্থনীতির মূলধারার সঙ্গে মিশে যাবে| আর তার ফলে রাজ্যগুলি আরও বেশি রাজস্ব আদায় করতে পারবে| দেশের আর্থিক বৃদ্ধিও হবে অনেক বেশি ও অনেক স্বচ্ছ|’
সূত্রের খবর, ইতিমধ্যে উত্তর প্রদেশ ও পঞ্জাবের মতো রাজ্যে সরকারের আয় অনেক বেড়েছে| বাড়েনি শুধু পশ্চিমবঙ্গে| এ প্রসঙ্গে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন,‘ভালো সরকার হলে রাজস্ব আদায় ভালোই হতো|’
