নিরীহ নাগরিক পুলিশের দ্বারা যাতে হয়রানি না হন, লক্ষ্য রাখুন ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক হবে বন্ধুত্বের মতো৷ এই ভাবনায় ও দৃষ্টিভঙ্গির

পুলিশ সপ্তাহ উদ্যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷
পুলিশ সপ্তাহ উদ্যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

মধ্য দিয়ে কাজ করতে হবে৷ এই দৃষ্টিভঙ্গিতে খেয়াল রাখতে হবে যাতে প্রকৃত অপরাধীরা যেমন দৃষ্টান্তমূলক সাজা পায় অন্যদিকে, খেয়াল রাখতে হবে যাতে কোনও নিরীহ নাগরিক পুলিশের দ্বারা অযথা হয়রানি না হন৷ তবেই এই দুইয়ের মধ্যে সম্পর্ক আরও সুনিবিড় হবে৷ পুলিশ সপ্তাহ উদযাপনের কর্মসূচীতে আজ অরুন্ধুতিনগর পুলিশ লাইনে মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই কথাগুলি বলেন৷ তিনি বলেন, সাফল্য আছে পাশাপাশি দুর্বলতাও রয়েছে৷ সাফল্যের জন্য আত্মসন্তুষ্টির কোন অবকাশ নেই৷ এর মাধ্যমে যে আত্মবিশ্বাস গড়ে উঠেছে সেটাকে জনগণের সহায়তায় আরও বেশী করে নিয়োজিত করতে হবে৷ আর যে দুর্বলতা, ঘাটতি সেগুলির বিশ্লেষণের মাধ্যমে আগামী দিনগুলিতে যাতে চলার পথে বাধা না আসে সেজন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ তিনি বলেন, পুলিশ প্রশাসন ও জনগনের সম্মিলিত প্রয়াসের ফলে রাজ্য বর্তমান সময়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিস্থিতি বিরাজ করছে৷ অথচ আজ থেকে কয়েক বছর আগেও রাজ্যে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য ছিল৷ রাজ্যে এখন সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণে রয়েছে৷ তবুও সতর্ক থাকতে হবে৷ সংখ্যায় বড় না হলেও এখনো সক্রিয় রয়েছে৷ মুখ্যমন্ত্রী শ্রীসরকার আরও বলেন, রাজ্যে পুলিশের সংখ্যা বেড়েছে৷ এর সাথে তাল মিলিয়ে এর পরিকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণের কাজ যেমন চলছে তেমনি এর আধুনিকিকরণের উদ্যোগ চলছে৷ তিনি রাজ্যে রাজ্যে পুলিশ বাহিনীকে আরও সুসংহত করে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোকে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন৷
অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগারাজ সেই সকল বীর শহীদ যাঁরা দেশ তথা রাজ্যে শান্তি স্থাপনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে৷ তিনি বলেন, আজকের দিনটি পুলিশের কাজের ক্রুটি বিচ্যুতি মূল্যায়ণের দিন৷ ভালো কাজের জন্য যেমন উৎসাহহ পাওয়া যায় তেমনি এদিন হল ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন৷ তিনি বলেন, গতবছরে রাজ্যে সন্ত্রাসবাদীদের বড় ধরনের আক্রমণের কোন ঘটনা ঘটেনি৷ তা সম্ভবপর হচ্ছে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে৷ পাশাপাশি রাজ্যে অপরাধ দমনেও ব্যাপক সাফল্য এসেছে৷ পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্কের আরও উন্নতির জন্য প্রয়াস কর্মসুচী দারুণ সাড়া দিচ্ছে৷
এর আগে মুখ্যমন্ত্রী মানিক সরকার প্যারেড পরিদর্শন করে অভিবাদন গ্রহণ করেন৷ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয়৷ বর্ষসেরা পুলিশ হিসেবে পুরসৃকত হন পশ্চিম জেলার এস পি অভিজিৎ সপ্তর্ষী, সেরা টি এস আর ব্যাটেলিয়ানের মর্যাদা পেয়েছে টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়ান, প্রয়াস কর্মসূচী রূপায়ণে সেরা পুলিশ স্টেশন নির্বাচিত হয় জিরানীয়া পুলিশ ষ্টেশন, সেরা পুলিশ ষ্টেশন কল্যাণপুর থানা এবং সাব ইন্সপেক্টর বুদ্ধ দেববর্মাকে বর্ষ সেরা ইনভেষ্টিগেটর হিসাবে পুরসৃকত করা হয় এছাড়াও অনুষ্ঠানে পুলিশ পরিবারের কৃতি ছাত্রছাত্রীদের পুরসৃকত করা হয়৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার এদের হাতে পুরস্কার তুলে দেন৷