BRAKING NEWS

আফ্রিদির সবচেয়ে পীড়াদায়ক হার ২০১১ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল

sahid-afridiলাহোর, ৩ জানুয়ারি (হি.স.) : পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদির কাছে সবচেয়ে হতাশা জনক হার ২০১১ সালে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল | ওই বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে মোহালিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান| আগে ব্যাট করে ভারত ৯ উইকেট হারিয়ে তোলে ২৬০ রান| জবাবে, ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে পাকিস্তান তোলে ২৩১ রান| আফ্রিদির নেতৃত্বে খেলা ম্যাচটি পাকিস্তান হারে ২৯ রানের ব্যবধানে| ওই ম্যাচটিই ম্যাচটিই আফ্রিদির ক্যারিয়ারের সবথেকে অনুতাপের ঘটনা বলে জানান তিনি| পাকিস্তানের প্রাক্তন এই দলনেতা জানান, আমরা বিশ্বকাপের সেই আসরে ফাইনালের খুব কাছে চলে গিয়েছিলাম| অধিনায়ক হিসেবে তা জিততে না পারাটা আমার কাছে খুবই পরিতাপের ছিল| তবে, অধিনায়ক হিসেবে শিরোপা জিততে না পারার জন্য নয়, দলগতভাবে আমরা ভালো খেলেও শিরোপার স্বাদ নিতে পারিনি, এটাই আমাকে এতো বছর পরও পীড়া দেয়| আমার মতে এটাই ছিল পাকিস্তানের দীর্ঘ সময়ের সেরা পারফরমেন্স|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *