BRAKING NEWS

ভারতের নোট বাতিলের জেরে অসুবিধায় নেপালের নাগরিকরা, সমাধানের আশ্বাস মোদীর

modiকাঠমান্ডু, ১৫ নভেম্বর (হি.স.) : ভারত পাঁচশো ও একহাজার টাকার নোট বাতিল করায় অসুবিধায় পড়েছেন প্রতিবেশী দেশ নেপালের নাগরিকরাও| তাঁদের হাতে থাকা বাতিল নোট বদলের বন্দোবস্ত করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড| প্রায় পাঁচ মিনিট মোদীর সঙ্গে কথা হয় তাঁর| তিনি বলেন, নেপালের মানুষের হাতেও প্রচুর পরিমাণ বাতিল পাঁচশো ও একহাজার টাকার ভারতীয় নোট রয়েছে|
উল্লেখ্য, পাহাড়ি দেশ নেপালের অনেক বাসিন্দা ভারতে দিন মজুর হিসেবে কাজ করে জীবনধারন করেন| আবার অনেকেই চিকিত্সার জন্য ভারতে আসেন বা দৈনন্দিন জিনিসপত্রের জন্য তাঁদের ভারতের বাজারেই আসতে হয়| কাজেই নেপালের নাগরিকদের কাছেও প্রচুর ভারতীয় নোট রয়েছে| এবার ভারত সরকার পাঁচশো ও একহাজার টাকার নোট বাতিল করায় নেপালের বহু নাগরিকই সমস্যায় পড়েছেন|
এই অবস্থায় ভারতের বাতিল নোটের বদলে নতুন নোট না পেলে নেপালের অনেক নাগরিকেরই সমস্ত সঞ্চয়টাই নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে ফেডারেশন অফ নেপাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি| প্রচণ্ডর অনুরোধের উত্তরে প্রধানমন্ত্রী মোদী দ্রুত সমস্যার সমাধান করবেন এবং এজন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তিনি নেপালের অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য জানবেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *