BRAKING NEWS

বিয়ের মরশুমেও বিক্রি কমে গিয়েছে সোনার

goldমুম্বাই, ১৫ নভেম্বর (হি.স.) : টাকার যোগানের অভাবেই ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন স্বর্ণব্যাবসায়ীরা| বিয়ের মরশুমেও ৮০ থেকে ৮৫ শতাংশ বিক্রি কমে গিয়েছে সোনার| নগদ টাকা দিয়ে সোনা কেনার ক্ষেত্রে সংকটে পড়ছেন ক্রেতারা| এই পরিস্থিতিতে ডিসেম্বরে আসন্ন স্বর্ণ প্রদর্শনী নিয়ে তেমন কোনও উত্সাহ নেই স্বর্ণব্যবসায়ীদের মধ্যে|
অগ্রহায়ণ মাস মানেই বিয়ের মরশুম| এই সময়ের অপেক্ষায় থাকে স্বর্ণব্যবসায়ীরা | বড় থেকে ছোট সব দোকানেই ভীড় উপচে পড়ে| এই বছর বউনি করতেই কালঘাম ছুটে যাচ্ছে বিক্রেতাদের| আয়কর দফতর থেকে মাঝে মধ্যেই হানা দিচ্ছে সোনার দোকানে| ফাইল, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে| ফলে ক্রেতারা আরও পিছিয়ে যাচ্ছেন|
এদিকে, ডিসেম্বর মাসের শুরুতেই স্বর্ণ প্রদর্শনী হতে চলেছে| কিন্তু স্বর্ণব্যবসায়ীদের অনেকেই মনে করছেন ক্রেতার দেখা না মিললে প্রদর্শনী করেও কোনও লাভ হবে না| তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছেন রাজ্যের স্বর্ণব্যবসায়ীরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *