BRAKING NEWS

গুয়হাটিতে পূর্বোত্তরের রাজ্যগুলির বিজেপি সভাপতিদের নিয়ে আজ বৈঠক ডোনার মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে দলের সাংগঠনিক অবস্থান এবং রাজনৈতিক রণকৌশল স্থীর করার লক্ষ্যে এই অঞ্চলের প্রতিটি প্রদেশ কমিটির সভাপতিদের নিয়ে সোমবার গুয়হাটিতে বৈঠক করবেন ডোনার মন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ জীতেন্দ্র সিং৷ এই বৈঠকে যোগ দেবেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব৷ এই বৈঠকে মূলত তিনটি বিষয় তুলে ধরনেব শ্রীদেব৷ জানা গিয়েছে, রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারী, ১০৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের অনিয়ম৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং ছাড়াও উপস্থিত থাকবেন নেডা’র আহ্বায়ক হেমন্ত বিশ্ব শর্মা৷ এই অঞ্চলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতৃত্বরা আলোচনা করবেন৷ পাশাপাশি পূর্বোত্তরের যেসব রাজ্যে আসন্ন বিধানসভা নির্বচন রয়েছে সেগুলিকে সামনে রেখে কিভাবে দলকে আরও শক্তিশালী করে তোলা যায় সেই বিষয়ে রাজনৈতিক রণকৌশল নিয়ে আলোচনা করা হবে৷ ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ এর আগে এই রাজ্যে শাসক সিপিএমকে কিভাবে হঠানো যায় সেই বিষয়টি বৈঠকে আলোচনার জন্য তুলবেন দলের ত্রিপুরা কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব৷
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প এই অঞ্চলের রাজ্যগুলিতে চালু রয়েছে সেগুলি সম্পর্কেও প্রদেশ সভাপতি আলোচনার জন্য তুলে ধরবেন৷ তাছাড়া বৈঠকে এই অঞ্চলেবিভিন্ন বিষয়ে যেসব ঘাটতি রয়েছে সেগুলি নিয়েও আলোচনা করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *