BRAKING NEWS

নিখোঁজ বিমানের যাত্রীদেরই আনুমানিকভাবে মৃতু্য বলে জানাল বায়ুসেনা

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ভারতীয় বায়ুসেনার নিখোঁজ বিমানের সব যাত্রীদেরই আনুমানিকভাবে মৃতু্য হয়েছে বলে Indian air forceবৃহস্পতিবার এই খবর প্রকাশ করল বায়ুসেনা| জানা গিয়েছে, এই খবর প্রকাশ করার অন্যতম কারণ হল যাতে ওই নিখোঁজ এএন ৩২ এয়ারক্রাফটে থাকা জওয়ানদের পরিবারের বিমার টাকা পেতে সুবিধা হয়|
উল্লেখ্য, গত ২২ জুলাই ওই বিমানটি ২৯ জন যাত্রী সমেত উধাও হয়ে যায়| চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর মাঝ আকাশেই উধাও হয়ে যায় বিমানটি| এরপর ঘটনার তদন্ত শুরু হয়| নিখোঁজ বিমানের উদ্দেশ্যে তল্লাশিও চলে| বায়ুসেনার তরফ থেকে নিখোঁজ যাত্রীদের পরিবারকে জানানো হয়, ওই এয়ারক্রাফটে থাকা যাত্রীরা বেঁচে থাকতেই পারে| কিন্তু এদিন ওই যাত্রীদের মৃত বলেই জানিয়ে দেওয়া হল| বলা হয়েছে যে ওই যাত্রীদের মৃত বলেই ধরে নেওয়া হল|
আনুমানিক মৃতু্যর একটি সার্টিফিকেট তুলে দেওয়া হবে পরিবারগুলির হাতে| যদিও ওই বিমানের খোঁজে তল্লাশি জারি থাকবে| জানা গিয়েছে, ওই বিমানে কোনও আন্ডারওয়াটার লোকেটর সিস্টেম ছিল না বলে খুঁজে বের করা কঠিন হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *