BRAKING NEWS

ভিয়েতনামে মোদী, সাক্ষরিত ১২টি চুক্তি

নয়াদিল্লি ও হ্যানয়, ৩ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফর `সফল’ বলাই চলে| ভারত ও modiভিয়েতনামের মধ্যে সাক্ষরিত হল মোট ১২টি চুক্তি| এরমধ্যে প্রতিরক্ষা ও বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি রয়েছে| দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে শুক্রবারই হ্যানয়ে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার হ্যানয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয় তাঁকে| ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক| দু’দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য সহ একাধিক বিষয়ে আলোচনা হয় এদিন|
বিশেষজ্ঞ মহলের ধারনা, বাণিজ্যের দিক থেকে এই সফরে লাভবান হবে ভারত| বিদেশমন্ত্রক সূত্রে খবর, বিগত কয়েক বছর ধরে ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ২৬ শতাংশ| এবার দিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৭.৮ বিলিয়ন ডলারে| তা ছাড়া ২০২০ সালের মধ্যে ভারতের লক্ষ্যমাত্রা ১৫ বিলিয়ন ডলার|
দু’দিনের ভিয়েতনাম সফর সেরে জি-২০ সম্মেলনে যোগ দিতে চিনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে মোদীর| তা ছাড়া এবারের সম্মেলনে সীমান্তে অস্থিরতা ও সন্ত্রাসবাদের প্রসঙ্গও উঠে আসবে বলে মনে করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *