জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত সুকলছাত্র

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ আগষ্ট৷৷ সুকলের জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু উত্তর রামচন্দ্রঘাট death electric shockহাই সুকলের ৯ম শ্রেণীর ছাত্রের৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশ মেনে সোমবার বিকেল ৪টা নাগাদ ছাত্রটি জাতীয় পতাকা নামাতে যায়৷ কিন্তু জাতীয় পতাকা যে বাঁশে লাগানো হয় তার উচ্চতা বেশী হওয়ায় ৩৩০০ কেভি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে যায় অমরজিৎ শীল নামে ঐ ছাত্রটি৷ কারন বিদ্যালয়ের ঠিক উপর দিয়েই বিপজ্জনক অবস্থায় রয়েছে ৩৩০০ কেভি বিদ্যুৎ পরিবাহী তার৷ উত্তর রামচন্দ্রঘাট হাই সুকলের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র হিসাবে পরিচিত অমরজিৎ শীলের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকার মানুষজন৷ বাকরুদ্ধ পিতা রঞ্জিত শীল৷ কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার৷ একমাত্র ছেলের মৃত্যুতে কোনভাবেই মেনে নিতে পারছেনা মৃতের মাতা-পিতা৷
সোমবার সকালও সুকলে গিয়ে স্বাধীনতা দিবস পালন করেছে অমরজিৎ৷ বিদ্যালয়ের পাশেই তার বাড়ী হওয়ায় বিকেলে যথা সময়ে জাতীয় পতাকা নামানোর দায়িত্বভার পড়ে অমরজিতের ওপর৷ তাছাড়া বিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে অমরজিতের প্রভাব রয়েছে সুকল৷ তাই এই গুরু দায়িত্বে পেয়ে আল্পুত ছিল সে৷ কিন্তু গুরু দায়িত্ব পালন করতে গিয়ে শেষে নিজের প্রাণটাই যে বিসর্জন দিতে হবে তা কি আর জানা ছিল অমরজিৎ-এর৷ তবে তার পরিবারের লোকজন কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত দেববর্মার ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলছেন৷ প্রশ্ণ উঠছে বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ববোধ নিয়েও৷ একটি সুকলের ওপর দিয়ে ৩৩০০ কেভি’র মতো উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার বিপজ্জনকভাােব থাকার পরও জাতীয় পতাকা উত্তোলনের জন্য এত উঁচু বাঁশ লাগানো কতটা যুক্তিযুক্ত ছিল, প্রশ্ণ অভিভাবকদের৷ তারপরও কেন এই ঝঁুকিসম্পন্ন কাজে একটি ৯ম শ্রেণীর ছাক্রকে দায়িত্ব দেওয়া হল তা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে৷ প্রশ্ণ উঠছে শিক্ষকদের দায়িত্ববোধ নিয়েও৷ মেধাবী ছাত্র অমরজিৎ শীলের মৃত্যুর খবর পেয়েও কোন শিক্ষকই হাসপাতালের দিকে পা মাড়াননি৷ এমনকি মৃতের মাতা-পিতাকে একটু সমবেদনা জানাতেও এগিয়ে আসেননি৷ এছাড়া শিক্ষা দপ্তর, বিদ্যুৎ দপ্তরের চরম উদানীসতার একজন মায়ের বুক খালি হয়ে গেল তাতেও কি টনক নড়বে না সংশ্লিষ্ট দপ্তরগুলির? জনগন এর বিহিত চাইছেন৷ সোমবার সকালে মৃত ছাত্রের ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য উত্তর রামচন্দ্রঘাট এলাকায়৷ মেধাবী ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়৷