নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ সপ্তম বেতন কমিশন রাজ্যে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ৷ আর্থিক দৈন্যতার যুক্তি দেখিয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানালেন, রাজ্যের শিক্ষক, কর্মচারী ও পেনশনার্সদের সপ্তম বেতন কমিশন চালু করার বিষয়ে ভেবে দেখতে হবে৷ কারণ, সপ্তম বেতন কমিশন চালু করতে গেলে বিরাট আর্থিক বোঝা চাপবে রাজ্য সরকারের ঘাড়ে৷ কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন লাগু করার সিদ্ধান্ত রাজ্য সরকারকে জানিয়েছে৷ ফলে, প্রায় আড়াই লক্ষাধিক শিক্ষক, কর্মচারী ও পেনশনার্সদের সে মোতাবেক বেতন কাঠামো নির্ধারণ করতে গেলে নানা বিষয় সবিস্তারে খতিয়ে দেখতে হবে৷
এদিন, অর্থমন্ত্রী জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন চালু করার বিষয়ে নানা মহল থেকে ডেপুটেশান দেওয়া হচ্ছে৷ তাদের কাছ থেকে মতামতও নিচ্ছে রাজ্য সরকার৷ তবে প্রশ্ণ হল, অর্থের সংস্থান কোথায়৷ অর্থমন্ত্রীর বক্তব্য, কেউ দাবি করছেন সপ্তম বেতন কমিশন চালু করার জন্য, আবার কেউ পে রিভিউ কমিটি গঠন করার বিষয়ে মত দিচ্ছেন৷ আর্থিক সংকটের কথা বলে অর্থমন্ত্রীর বক্তব্য, ত্রয়োদশ অর্থ কমিশন রাজ্যকে বঞ্চিত করেছে৷ চতুদর্শ অর্থকমিশনও রাজ্যের জন্য যে অর্থ প্রদানের সুপারিশ করেছিল সেই মত টাকা পাওয়া যায়নি৷ ফলে, সপ্তম বেতন কমিশন চালু করতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন৷ এক্ষেত্রে রাজ্য সরকার নানাদিক খতিয়ে দেখে তারপরই সিদ্ধান্ত নেবে বলে জানালেন অর্থমন্ত্রী৷ ফলে, রাজ্যের শিক্ষক, কর্মচারী ও পেনশনার্সদের আবারও হতাশ করলেন অর্থমন্ত্রী৷
2016-08-10
