নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট ৷৷ সন্ত্রাসবাদী হামলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ অথচ যারা সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত এবং যারা বহু মানুষের প্রাণহানি ঘটিয়েছে তাদেরকেই জামাই আদরে পুনর্বাসন, চাকুরি ইত্যাদি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ রাজ্যে উগ্রপন্থীদের দ্বারা ক্ষতিগ্রস্থ বাঙ্গালি উদ্বাস্তু পরিবার গুলোর দাবি না মানা হলে রাজ্য ব্যাপী তীব্র আন্দোলন সংঘটিত করা হবে বলে হুশিয়ারি দিলেন নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি সর্বভারতীয় সভাপতি সুবোধ বিশ্বাস৷ মঙ্গলবার বরীন্দ্র শতবার্ষিকী ভবনে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির রাজ্য শাখার প্রথম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরোদ্ধে এই হুশিয়ারি দেন শ্রী বিশ্বাস৷
ত্রিপুরার উগ্রপন্থীদের দ্বারা ক্ষতিগ্রস্থ হাজার হাজার আজও ভিটেমাটি ছাড়া৷ এই বাঙালি উদ্বাস্তু পরিবার গুলোর ৮ দফা দাবী পুরনের উদ্দেশ্যকে সামনে রেখে রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির প্রথম রাজ্য সম্মেলনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়৷ এদিন প্রদীপ জ্বালিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সর্বভারতীয় সভাপতি সুবোধ বিশ্বাস৷ পরে এই সম্মেলন প্রসঙ্গে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সর্বভারতীয় সভাপতি সুবোধ বিশ্বাস জানান, রাজ্যে ১৯৮০ সালের জুন দাঙ্গার সময় থেকে হাজার হাজার বাঙালি পরিবার আজো ভিটেমাটি ছাড়া৷ সরকার তাদের সরকারী স্বীকৃতি প্রদান সহ ভূমমর বন্দোবস্ত করছেন৷ শ্রী বিশ্বাস আরো জানান, উদ্বাস্তু পরিবারগুলো সমক্ষা সমর্থনে ৮ দফা দাবী ভিত্তিতে আজ এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ রাজ্য সরকার অবিলম্বে এই দাবী গুলো না মেনে নিলে আগামী দিনে সংঘটনের পক্ষ থেকে রাজ্য ব্যাপী আরো বৃহত্তর আন্দোলন সংগটিত করা হবে৷
এদিন সম্মেলনের শুরুতেই আগত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে স্বাগত ভাষন রাখেন নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির রাজ্য শাখার সম্পাদক সজল পোদ্দার৷ সম্মেলনে ৮ দফা দাবীর ব্যাখা করে বক্তব্য রাখেন সংঘটনের রাজ্য সভাপতি প্রকাশ চন্দ্র বিশ্বাস৷
প্রসঙ্গত, রাজ্যে আত্মসমর্পণকারী জঙ্গীদের পুনর্বাসনের বিষয়েও রাজ্য সরকার বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছে৷ বেশ কয়েকটি সংগঠন একজোট হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে প্রতিশ্রুতি মোতাবেক সরকার আত্মমসর্পণকারী জঙ্গীদের পুনর্বাসনের বিষয়ে কোন সদর্থক ভূমিকা পালন করছে না৷ অন্যদিকে রাজ্য সরকার জঙ্গীদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে৷
2016-08-03