BRAKING NEWS

কৈলাসহরে সিপিএম ও বিজেপি’র দশজন গ্রেপ্তার

handcuffনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ জুলাই ৷৷ সোমবার কৈলাসহরের বিলাশপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি এবং সিপিআইএমের মধ্যে ঘটনায় আজ অব্দি এলাকায় উত্তেজনা রয়েছে৷ এলাকায় প্রচুর টিএসআর এবং পুলিশ মোতায়েন করা হয়েছে৷ সোমবার সন্ধ্যায় সিপিআইএম দলের পক্ষ থেকে স্থানীয় ডলুগাঁও বাজারে বিক্ষোভ মিছিল এবং বাজার সভা করা হয়৷ সোমবার দুপুরের ঘটনার পর সন্ধ্যায় বিজেপি ঊনকোটি মহিলা যুব মোার্চার সভানেত্রী সুনিতা সিনহা এগারো জনের নামে কৈলাসহর থানায় এফআইআর করেছিলেন এবং পঞ্চায়েত সচিব অভিজিৎ দেব ষোল জনের নামে এফআইআর করেছিলেন৷ পুলিশ সোমবার গভীর রাতে মোট দশ জনকে গ্রেপ্তার করে আনে থানায়৷ পঞ্চায়েত সচিব বিজেপি এর যে ষোল জনের নামে এফআইআর করেছে এর মধ্যে বিজেপি এর জেলা সভাপতি রঞ্জন সিনহার নামও রয়েছে৷ পুলিশ যে দশ জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে ছয়জন সিপিআইএম দলের সমর্থক, এই ছয় জনই মঙ্গলবার সকালে থানা থেকে জামিনে মুক্তি পায়৷ আর বাকি চারজন বিজেপি দলের সমর্থক এই চারজনের বিরুদ্ধে সরকারী অফিস ভাঙচুর, অফিসের আসবার পত্র ভাঙচুরের ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা করায় পুলিশ কৈলাসহর সিজেএম আদালতে পাঠায়, আদালত চার জনকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দেয়৷ যেসব মানুষ গতকালের ঘটনার সময় উপস্থিত ছিলেন  না সেসব নীরিহ যুবকদের গ্রেপ্তার করেছে পুলিশ এই অভিযোগে আজ দুপুরে কৈলাসহর থানা ঘেরাও করে বিজেপি৷ বিশাল মিছিল সংগঠিত করে শহর পরিক্রমা করে বিজেপি থানাতে আসে৷ বিক্ষোভ প্রদর্শন করে সাতজনের এক প্রতিনিধি দল ওসি সুব্রত চক্রবর্তীকে ডেপুটেশন প্রদান করে৷ উল্লেখ্য বিশালপুর গ্রাম পঞ্চায়েতটি পূর্বে রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর বিধানসভা কেন্দ্রের অন্তভূক্ত ছিল৷ এবং পঞ্চায়েতটি গৌরনগর ব্লকের অধীনে ছিল৷ কিন্তু, জেলা বাগের পর বিশালপুর গ্রাম পঞ্চায়েতটি ঊনকোটি জেলার চন্ডীপুর ব্লকের অন্তগর্ত এবং ফটিকরায় বিধানসভার অন্তগর্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *