BRAKING NEWS

সম্পদ কর নিয়ে কেন্দ্রের ঘারে দোষ চাপানো হচ্ছে ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন কর্তৃপক্ষ গত ১৯ জুলাই ২০১৬ প্রস্তাবিত সম্পত্তি কর প্রসঙ্গে যা বলেছে, ভারতীয় জনতা পার্টি এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে৷ রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব বলেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে এই প্রস্তাবিত কর ধার্য করা হয়েছে৷ যা সম্পূর্ণ মিথ্যা এবং চিরাচরিতভাবে কেন্দ্রকে দোষারোপ করে রাজ্যের জনগণ কে বিভ্রান্ত করার অপপ্রয়াস৷ স্মার্ট সিটি’র গাইডলাইনে কোথাও বলা নেই যে কর বৃদ্ধি করতে হবে এবং সেটাও বলা নেই যে কি হারে কর বৃদ্ধি হবে৷ বরং বলা আছে, স্মার্ট সিটি করতে গেলে কি হারে কর নেওয়া হবে সেটা ঠিক করবে আরবান বডিগুলো অর্থাৎ, মিউনিসিপাল কর্পোরেশন৷ তার মানে রাজ্য সরকার ও ঠিক করবে না৷ সবচেয়ে বড় কথা, স্মার্ট সিটি’র গাইডলাইনে বেশ কিছু ক্ষেত্রের কথা উল্লেখ করা আছে, যেখান থেকে কর নেওয়া যেতে পারে৷ যেমন সম্পত্তি কর, বিনোদন কর, বিজ্ঞাপন কর, প্রফেশন ট্যাক্স এবং এসব ক্ষেত্র থেকে কর নেবার সুপারিশ করেছে চতুর্দশ অর্থ কমিশন৷
গতকাল তৃণমূল কংগ্রেস শাসক দলের সাথে সুর মিলিয়ে এই প্রসঙ্গে বিজেপি তথা কেন্দ্র সরকারকে দোষারোপ করেছে৷ প্রশ্ণ হচ্ছে ১৬ মার্চ যখন ভ্যালুয়েশন কমিটি হয় তখন বর্তমান তৃণমূল নেতৃত্ব কংগ্রেসে ছিলেন এবং তাদের ৪ জন কাউন্সিলারও রয়েছেন৷ তারা নিশ্চিতভাবে বিষয়টি জেনেও চুপ ছিলেন৷ এবার যখন ভারতীয় জনতা পার্টি, উক্ত বিজ্ঞাপন এ থাকা বিভ্রান্তি জনগণের সামনে তুলে ধরে সে সুযোগে তারাও ঘোলা জলে মাছ শিকার করতে চাইছেন বলে বিজেপি নেতৃত্ব মন্তব্য করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *