আজ শেষ হচ্ছে খার্চি মেলা, ষষ্ঠ দিনে রেকর্ড ভীড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ঐতিহ্যের মিলন উৎসব খার্চিমেলা শেষ হচ্ছে আগামীকাল৷ আজ ষষ্ঠ দিনে সকাল থেকেই জনঢল নামে উৎসব প্রাঙ্গণে৷ আজও তথ্য ও সংসৃকতি দপ্তর আয়োজিত সাংসৃকতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় কৃষ্ণমালা মঞ্চে৷ সারা রাজ্যের ১০ টি সাংসৃকতিক সংস্থার শিল্পীগণ মঞ্চে পরিবেশন করেন উপজাতি নৃত্য, সংগীত, পালাকীর্তন, ধামাইল, নৃত্যনাট্য ও আবৃত্তি৷ রাজ্যের ৮ জন বিশিষ্ট সংগীত শিল্পী একক সংগীত পরিবেশন করেন৷ অন্যদিকে Kharchiহাবেলী মুক্তমেঞ্চ আয়োজিত শিশু উৎসবেও ৩০০ জন শিশু শিল্পী সাংসৃকতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে৷ আগামীকাল ১৮ জুলাই ৭ দিন ব্যাপী খার্চি উৎসবের শেষদিনে কৃষ্ণমালা মঞ্চে সারা রাজ্যের ১০টি সাংসৃকতিক সংস্থা পরিবেশন করবে উপজাতি৷
লোকনৃত্য, সমবেত সংগীত ও নাটক৷ এছাড়া সমবেত আবৃত্তি পরিবেশন করবেন দক্ষিণী সাংসৃকতিক সংস্থার শিল্পীগণ৷ মঞ্চে কবিগান পরিবেশন করবেন বিষ্ণুবন দত্ত ও সহশিল্পীরা৷ মণিকা ভৌমিক ও সহশিল্পীরা পরিবেশনক করবেন নাটক৷ সমবেত সংগীত পরিবেশন করবেন হেমন্ত স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রীরা, রানীর বাজার লোকরঞ্জন শাখা এবং খয়েরপুর সংসৃকতিক সমন্বয় কেন্দ্রের শিল্পী বৃন্দা৷ নতুণ কুঁড়ি নৃত্যাঙ্গন ও নৃত্য-ভারতী পরিবেশন করবে সমবেত নৃত্য৷ ক ালকের অনুষ্ঠানেগুগরা বদল লোক সংস্থা পরিবেশন করবে উপজাতি করবে উপজাতি লোকনৃত্য৷ জারিসারি ও সমবেত সংগীত পরিবেশন করবেন হাচিম মিঞা এবং প্রাণগোপাল গোস্বামী ও সহ শিল্পীরা৷ এদিকে আজ সকালে হাবেলী মুক্তমঞ্চে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ৫০০ শিশু শিল্পী অংশ নেয়৷ আগামীকাল হাবেলী মুক্তমঞ্চে সাংসৃকতিক অনুষ্ঠানে তাদের পুরসৃকত করা হবে৷