BRAKING NEWS

এডিএফবি (সং)-র অ্যাকাউন্টে টাকা জমা দিতে গিয়ে আটক তিন

handcuffকোকরাঝাড় (অসম), ১২ জুলাই, (হি.স.) : প্রচণ্ড অর্থ সংকটে জেরবার জঙ্গি সংগঠন এনডিএফবি (সংবিজিত)-কে টাকা সরবরাহ করতে গিয়ে পুলিশের জালে আটকে গেছে তিন ‘অভারগ্রাউন্ড’ সদস্য। হুমকি দিয়ে অবৈধভাবে সংগৃহীত টাকা যখন নাগাল্যান্ডের একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিচ্ছিল, তখনই হাতেনাতে পুলিশের ফাঁদে আটক হয়েছে কচুগাঁও-অক্সিগুড়ির নিমেসিয়াস ইসওয়াড়ি (২৮) এবং কোকরাঝাড় খারগাঁওয়ের জহরলাল বরগয়ারি নামের দুই জঙ্গি সদস্য। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরে আরও একজন বীরখলাস নার্জারি (৩১) নামের লিংকম্যানকে আটক করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে নগদ ৯১ হাজার টাকা, সিমকার্ড-সহ তিনটি মোবাইল হ্যান্ডসেট এবং একটি উইংগার গাড়ি বাজেয়াপ্ত করেছে।
বিটিএডি-র ভারপ্রাপ্ত আইজিপি ড এলআর বিষ্ণোই এই তথ্য দিয়ে বলেছেন, এনডিএফবি (সং)-এর স্বয়ম্ভু অর্থসচিব দৈমালুর নির্দেশে সংগঠনের ‘অভারগ্রাউন্ড’ কর্মীরা অবৈধভাবে টাকা সংগ্রহ করে সেগুলি মায়ানমারে পাঠানোর ব্যবস্থা করছিল। কিন্তু বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে কোকরাঝাড় শহরের বিভিন্ন এলাকা এবং গোসাঁইগাঁওয়ে এদের ধরতে অভিযান চালানো হয়ে। অবশেষে কোকরাঝাড় শহরের একটি ইলেক্ট্রনিক ট্রান্সফার মেশিনের মাধ্যমে এনডিএফবি-র নির্দিষ্ট অ্যাকাউন্টে ৯১ হাজার টাকা পাঠানোর সময়ই হাতেনাতে ধরে ফেলা হয় দিবালোকের দুই জঙ্গিকে। আইজিপি জানান, মায়ানমারে সেনা-পুলিশের যৌথ অভিযানে এনডিএফবি (সং) জঙ্গিরা তীব্র অর্থ সংকটে ভুগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *