স্মৃতি ইরানি সম্পর্কে জঘন্য মন্তব্য জেডি (ইউ) সাংসদের, বিতর্ক

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): শালীনতার সীমা অতিক্রম করে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন জেডি (ইউ)-র রাজ্যসভা সাংসদ আলি আনওয়ার| গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের পর মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পরিবর্তে বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় স্মৃতিকে| এরপরই স্মৃতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আলি আনওয়ার বলেছেন, ‘স্মৃতি ইরানি বস্ত্রমন্ত্রী হয়েছেন এটা খুবই ভালো কথা| এটা তাঁকে শরীর ঢাকতে সাহায্য করবে|’
স্মৃতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন, ৱুঝতে পেরেই আনওয়ার বলেছেন, তিনি সব মানুষের শীরের কথাই বলেছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *