নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই ৷৷ দুঃশ্চিন্তার কালো মেঘ যেন কাটতেই চাইছে না৷ আট নং জাতীয় সড়কের (সাবেক

৪৪ নং জাতীয় সড়ক) মতলবি মোকামে পরীক্ষামূলক ভবে সংস্কার কাজ ব্যর্থ হয়েছে৷ অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় ত্রিশ মিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছিল আসাম সরকারের পূর্ত বিভাগ৷ দুই দফায় সেখানে জিও টেক্সটাইল ব্যবহার করে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেও তা কাজে আসেনি৷
বুধবার ঐ ত্রিশ মিটার রাস্তায় পণ্যবোঝাই বারো চাকার ট্রাক পার করতে গিয়েই মাটি বসে গিয়েছে৷ ফলে, বহু আশা নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় জাতীয় সড়ক পরীক্ষামূলক সংস্কার করতে গিয়ে হোঁচট খেল আসাম সরকারের পূর্ত দপ্তর৷ এই বিষয়ে ত্রিপুরার পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখার মুখ্য বাস্তুকার দীপক দাসের সাথে কথা বলে জানা গিয়েছে, পরীক্ষামূলক ঐ সংস্কার কাজটি সফল না হওয়ার পিছনে সুনির্দিষ্ট কয়েকটি কারণ রয়েছে৷ প্রথমত, আশঙ্কা অনুযায়ী এই সড়কের অতি দূর্বল মাটির কারণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও তা সফল হয়নি৷ দ্বিতীয়ত, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করলেও তাতে কতটা গুণমান বজায় রাখা হয়েছে সেই বিষয়টি ওঠে এসেছে৷ ফলে, পরীক্ষামূলক ভাবে ত্রিশ মিটার রাস্তা সংস্কারের কাজ ঠিক কী কারণে সফল হয়নি তা এখনই অনুমানের ভিত্তিতে কোন মন্তব্য করতে চাইছেন না দীপকবাবু৷ তাতে আট নং জাতীয় সড়কের চূড়াইবাড়ি থেকে আসামের দিকে দুই কিলোমিটার রাস্তা যার অবস্থা মারাত্মক খারাপ তা খুব সহসাই সংস্কার করা সম্ভব হবে কিনা এনিয়ে বিরাট প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
অবশ্য, জাতীয় সড়কের মতলবি মোকামে বিপর্য্যস্ত অংশ সংস্কারে আসাম সরকারের পূর্ত দপ্তর আন্তরিকতার সাথে উদ্যোগ নিয়েছে সেই বিষয়ে প্রশ্ণ না উঠলেও কবে নাগাদ তারা এই সমস্যা সমাধানে কবে নাগাদ সক্ষম হবে সেই নিশ্চয়তা মিলছে না৷
চূড়াইবাড়ি থেকে লোয়ারপোয়া সহ বিস্তীর্ণ জাতীয় সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে৷ মতলবী মোকাম এলাকাটি সর্বাধিক ক্ষতিগ্রস্ত৷ ফলে, চূড়াইবাড়ি গেইট থেকে দুই কিমি রাস্তা প্রাথমিক ভাবে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে আসাম সরকারের পূর্ত দপ্তর৷ বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে সংস্কার কাজে৷ প্রাথমিক ভাবে পরীক্ষামূলক ত্রিশ মিটার রাস্তা অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় সংস্কার করতে গিয়ে বৃষ্টির কারণে ব্যহত হয়েছে৷ অবশেষে পরীক্ষামূলক সংস্কার কাজ সম্পন্ন করা হলেও তা সফল না হওয়ায় হতাশ আসাম পূর্ত দপ্তর সহ ত্রিপুরা প্রশাসনও৷