নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৬ জুলাই৷৷তিন বছরের কন্যা সন্তান ও স্ত্রী অনাহারে দিবা রাত্রি চোখের জল ভাষিয়ে চলছে থানা থেকে গ্রাম বহু জায়গায় গেলেও আজ অসহায় অভিযোগ শ্বাশুরি ও দেবরের প্রলোচনায় স্বামী অন্যত্র লুকিয়ে রাখা হয়েছে৷ কল্যানপুর থানায় নিঁখোজ ডায়রি করা হয়েছে কিন্তু আজ অবদি খোঁজ নেই? কোটি কোটি টাকার মালিক গুনধর স্বামী বিপ্লব রুদ্র পাল কল্যানপুর ব্লক এলাকার পূর্ব কল্যানপুর পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের অমব কলোনি গ্রামের বাসিন্দা বিপ্লব পাল ৫ বছর আগে চেবরী গাওসভার লিপিকা রুদ্র পালকে সামাজিক ভাবে বিয়ে করে৷ বর্তমানে ৩ বছরের কন্যা সন্তান রয়েছে৷ সংসার প্রথম থেকেই অশান্তি ছিল ধিরে ধিরে ছেলের মা, ভাইদের নির্যাতনের শিকার হয়েছে বহুবার গৃহবধূ৷ স্ত্রীকে রেখে হঠাৎ একদিন পালিয়ে যায়৷ বছর হয়ে গেলেও কোন খবর নেই বিপ্লবের৷ গৃহবধূ বর্তমানে স্বামীর বাড়িতে একাই সন্তানকে নিয়ে বসবাস করছেন৷ রেশন থেকে ১৫ কেজি চাল মাসে আর বাপের বাড়ির তরিতরকারি দিয়ে দিয়ে সংসার প্রতিপালন৷ পুলিশ সংবাদ জগতে অনেক দিন আগে এই দুঃখের কাহিনি তুলে ধরেছিলেন অসহায় বধু লিপিকা রুদ্র পাল কাজের কাজ চোখের জলই একমাত্র বাচার আশা তবু চাইছেন স্বামী বাড়িতে ফিরে আসুক৷ গৃহবধুর অভিযোগ আমি অসহায় আমার কাছে অর্থ নেই তাদের কাছে প্রচুর পয়সা৷ প্রশ্ণ টাকা দিয়েই আইন চলছে না তো? নইলে বিহার থেকে পুলিশ চোরকে গ্রেপ্তার করে নিয়ে রাজ্যে আনতে পারে আর আমার সন্তানের মুখের দিকে ও গৃবধুর দিক চিন্তা করে পুলিশ প্রশাসন কি এতটুকু করতে পারে না৷ তবে মহিলার স্বামী তার মায়ের কাছেই আছে তারা সব জানেন? আলাদা করে রাখার জন্য সতিরানি পাল, শ্বাশুরি ও দুই দেবর বিশ্বজিৎ পাল ও বিচিত্র পালের ষড়যন্ত্র৷ খোয়াইতে নাকি বাড়ি করে সুখে শান্তিতে দিন ঝাপন করছেন পরিবারের সকলেই, আর গৃহবধূ ৩ বছরের রেশ্মি পাল শিশুকে নিয়ে অসহায় অনাহারে আছেন ঘরে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছেন শ্বাশুরী মা বাড়ি বিক্রি করে দেওয়ার কথা প্রায় চলছে এখন সঠিক ন্যায় বিচারের দিকে তাকিয়ে গৃহবধূ লিপিকা ৩ তিন বছরের কন্যা৷
2016-07-07