বাংলাদেশে ফের হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যা

muder photo৷৷ নিখিল চন্দ্র ভদ্র ৷৷ ঢাকা, ১ জুলাই৷৷ বাংলাদেশে এক মাস না পেরোতেই আবারো ঝিনাইদহের মধুপুরে রাধামদন কোপাল মঠের সেবায়ত শ্যামানন্দ দাসকে শুক্রবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ও তথ্য নিশ্চিত করেছেন৷ অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ভোর সাড়ে ৫টায় দিকে সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শ্রী শ্রী রাধারমন মথ মন্দিরের পুজা দেবার জন্য ফুল কুড়াচ্ছিলেন৷ এ সময় ৩ জন যুবক মটরসাইকেলে এসে তাকে মন্দিরের পাশের প্রাচীরের কাছে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ তবে এখনো কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি৷ এর আগে গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা৷ অন্যদিকে বান্দরবান জেলার বাইশারীতে বৃহস্পতিবার রাতে মংশৈলু মারমা (৫০) নামে এক আদিবাসীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ প্রত্যক্ষদর্শীরাজানা, মংশৈলু মারমা রাত ১০টায় দিকে বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিল৷ পথেদুর্বৃত্তরা গলাকেটে ফেলে রেখে যায়৷ প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান৷ চলতি বছরের গত ১৩ মে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ উ গাইন্দ্যাকেও একই কায়দায় ধারালো অস্ত্রের মাধ্যমে কুপিয়েহত্যা করেছিল সন্ত্রাসীরা৷
ঝিনাইদহ সদরে আবারও এক মন্দিরের সেবায়েতকে কুপিয়ে হত্যা করেছে মোটরসাইকেলে আসা তিন যুবক যেভাবে গত মাসে এক হিন্দু পুরোহিতজ্ঞেক হত্যা করা হয়েছিল৷ ঝিনাইদহের সেবায়েত হত্যার চাক্ষুস সাক্ষী আছে , স্বরাষ্ট্রমন্ত্রী নিহত শ্যামানন্দ দাস (৫০) সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত হিসেবে কাজ করে আসছিলেন গত তিন বছর ধরে৷ যেভাবে যে কৌশলে এই হত্যাকান্ড ঘটনানো হয়েছে, তার সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন জঙ্গি হামলা ও হত্যার ঘটনার মিল রয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার শেখ আলতাফ হোসেন৷ প্রত্যক্ষদর্শী এক নারীর বক্তব্য থেকে উদ্ধৃত করে তিনি বলেছেন, শুক্রবার ভোর ৫ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে৷ শ্যামানন্দ গোঁসাই ভোর ৫টার দিকে মঠ থেকে বেরিয়ে রাস্তার পাশের গাছ থেকে পূজার ফুল তুলছিলেন৷ এ সময় তিনজন হামলাকারী মোটরসাইকেলে করে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়৷ মৃত্যু নিশ্চিত করতে এই হিন্দু সেবায়েতের মাথা ও ঘাড়ে একাধিক কোপ দেওয়া হয় বলে পুলিশ সুপার জানান৷ রক্তাক্ত অবস্থায় শ্যামানন্দকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন৷ প্রত্যক্ষদর্শী ওই নারী পুলিশকে বলেছেন, মোটরসাইকেলের আরোহীদের মুখ গামছায় ঢাকা ছিল৷ একজনের হাতে তিনি রামদা দেখেছেন৷ মঠের কোষাধ্যক্ষ প্রভাস কুমার জানান, নিহত শ্যামানন্দ নড়াইল সদর উপজেলার মুসুড়িডাঙ্গা গ্রামের কিরণ সরকারের ছেলে৷ বছর তিনেক আগে তিনি এই মন্দিরে এসে সেবায়েত হন৷ এলাকার মানুষ তাকে বাবাজি বলে ডাকত৷ কারও সঙ্গে তার সমস্যা ছিল বলে আমি শুনিনি৷ গত দুই বছরে এভাবে একের পর এক হত্যাকান্ডে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে, খুন হয়েছেন সাম্প্রদায়িকতাবিরোধী লেখক, ব্লগার, প্রকাশক, ধর্মীয় সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীরা৷ সেবায়েত শ্যামানন্দ দাসকে নিয়ে কেবল ঝিনাইদহেই এ ধরনের হত্যার শিকার হয়েছেন চারজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *