নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ৷৷ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বাইপাস রোডে কাঠিয়াবাবা আশ্রম সংলগ্ণ এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ মৃত যুবকের নাম সুশাঙ্কর নমঃ৷ বাড়ি পশ্চিম চাম্পামুড়া এলাকায়৷ আহত যুবকের নাম মিঠন সরকার৷ তার বাড়িও একই এলাকাতে৷ তারা পেশায় রাজমিস্ত্রী৷ জানা যায়, তারা দুজনই একটি সুকটিতে করে কাঁঠালতলীতে মাসির বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল৷ সন্ধ্যা নাগাদ কাঁঠালতলী থেকে বাড়িতে ফেরার পথে বাইপাস রোডে কাঠিয়াবাবা আশ্রম সংলগ্ণ এলাকায় একটি দ্রুতগামী লরি সুকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ সুকটি নিয়ে ছিটকে পড়ে দুজনই রক্তাক্ত হয়৷ স্থানীয় লোকজনরা শ্রীনগর থানার পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে দুই যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা সুশাঙ্কর নমঃকে মৃত বলে ঘোষণা করেন৷ অপর আহত যুবক মিঠন সরকারের জিবি হ াসাপাতালে চিকিৎসা চলেছে৷ এব্যাপারে শ্রীনগর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ দুর্ঘটনাগ্রস্ত সুকটিটিও উদ্ধার করেছে পুলিশ৷ তবে বাইকটির হদিশ মিলেনি৷ ঘটনার পরপরই চালক বাইক নিয়ে পালিয়ে যায়৷ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ উল্লেখ্য, বাইপাস রোডের যানবাহনগুলি খুব দ্রুতবেগে চলাচল করে৷ এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কিংবা ট্রাফিক পুলিশের তরফে কোন ধরনের উদ্যোগ নেই৷ তাতে দুর্ঘটনা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে৷ এদিকে,কমলনগর গ্রামে ওড়িয়া টিলায় অটোর ধাক্কায় এক ছাত্রী গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত শিশু ছাত্রীটির নাম পপি আক্তার৷ তাকে হ াসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ স্থানীয় সূত্রে জানা যায়, দিনভর রোজা থাকার পর পাশের বাড়ি থেকে ঠান্ডা জল আনতে গিয়েছিল পপি৷ তখনই একটি দ্রুতগামী অটো এসে তাকে ধাক্কা দেয়৷ তাতে পপি গুরুতরভাবে আহত হয়৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তরিত করা হয়েছে৷
2016-07-01