ইন্দোনেশিয়ার সুমাত্রায় এক শক্তিশালী ভূমিকম্প

জাকার্তা, ২ জুন (হি.স.) : বৃহস্পতিবার ভোরে ইন্দোনেশিয়ার সুমাত্রায় এক শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে| রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল ৬.৫|
মার্কিন ভূ-তাত্ত্বিক পরিমাপক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে ভারত মহাসাগর বেষ্টিত এই দ্বীপে এই ভূমিকম্প আঘাত হানে| তবে তাত্ক্ষণিকভবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি|
সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল সুনগাইপেনু থেকে মাত্র ৯১ কিলোমিটার পশ্চিমে| আর সুমাত্রার বন্দরনগরী পাদাংয়ের ১৫৫ কিলোমিটার দক্ষিণে| ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৫০ কিলোমিটার| প্রথমে রিখটার স্কেলে ৬.২ মাত্রার বলে উল্লেখ করলেও পরে তা ৬.৫ মাত্রার বলে নিশ্চিত করা হয়েছে|