BRAKING NEWS

পরিবারতন্ত্রের ধারা মেনেই জাতীয় কংগ্রেসে পরিবর্তনের ইঙ্গিত সভানেত্রী সোনিয়ার

rahulsoniaনয়াদিল্লি, ১ মে (হি.স.) : পরিবারতন্ত্রের ধারা মেনেই আবারও জাতীয় কংগ্রেসে নেতৃত্বের পরিবর্তনের ইঙ্গিত সভানেত্রী সোনিয়া গান্ধীর| সূত্রের খবর, জাতীয় কংগ্রেসে দলের সর্বভারতীয় সভাপতি পদে আসতে চলেছেন রাহুল গান্ধী| বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী আগামী এক মাসের মধ্যেই ছেলে রাহুলের হাতে দলীয় কর্তৃত্বের ভার তুলে দিতে চাইছেন| উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই এই প্রক্রিয়ও সম্পন্ন হবে বলে জানা গিয়েছে|
উল্লেখ্য, বিগত দিনগুলোতে এভাবেই জাতীয় কংগ্রেসের সর্বভারতীয়ভাবে দলীয় কর্তৃত্বের ভার গান্ধী পরিবারের উত্তরসূরীরা বংশানুসারে অর্জন করেছেন| ভাততের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পরবর্তীতে দলের কর্তৃত্বের ভার পান প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী| তারপর থেকে পুত্র রাজীব গান্ধী ও পরে সোনিয়া গান্ধী এই কর্তৃত্বের ভার অর্জন করেন| এবার তাঁর ছেলে রাহুল গান্ধীর গান্ধীর পালা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *