নিষ্প্রদীপ বিস্তীর্ণ এলাকা, বিশালগড়ে পথ অবরোধ

electricity lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ বিদ্যুৎ সরবরাহ স্বচ্ছল রাখার দাবিতে শুক্রবার সকালে বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করে রাখলেন গত ছয়দিন যাবৎ বিদ্যুৎহীন কড়ইমুড়ার ক্ষুব্ধ এলাকাবাসী৷ ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ একাধিকবার জানানো সত্ত্বেও বিদ্যুৎ দপ্তরের নির্লিপ্ত ভূমিকায় প্রতিবাদ জানাতেই এই সড়ক অবরোধ৷ এদিন সকাল সাড়ে নয়টা থেকে ১১ টা পর্যন্ত চলে সড়ক অবরোধ৷
সড়ক অবরোধ প্রতিবাদের মোক্ষম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে বিশালগড়ে৷ পানীয় জল সরবরাহ, সড়ক সংস্কার অপরাধীদের গ্রেপ্তার যে কোন অধিকার রক্ষার দাবিতে বিশালগড় এলাকার মানুষজন ঐক্যবদ্ধভাবে সড়ক অবরোধে নেমে পড়েন৷ শুক্রবারও বিদ্যুৎ সরবরাহ স্বচ্ছল রাখার দাবিতে বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করেন কড়ইমুড়া এলাকার জনসাধারণ৷ জনসাধারণের অভিযোগ গত ছয়দিন যাবৎ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ নেই৷ বিদ্যুতের এই বেহাল পরিষেবার কথা শাসকদলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরেও জানানো হয়৷ কিন্তু নেতৃত্ব ও স্থানীয় বিদ্যুৎ অফিস সংশ্লিষ্ট ব্যাপারটি নিয়ে উদাসীন ভূমিকা পালন করে চলেছেন৷ বিদ্যুতের অভাবে ছাত্রছাত্রীদের বিদ্যাশিক্ষায় যেমন অসুবিধা হচ্ছে তেমনি শিশুও অসুস্থ রোগীরাও সমস্যায় পড়েছেন৷ এদিন কড়ইমুড়া এলাকাবাসী জানান, পুরনো ট্রান্সফরমার দিয়েই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহিত হচ্ছে৷ ট্রান্সফরমার পুরানো হওয়ায় ঘন ঘন নষ্ট হয়ে যাচ্ছে৷ ফলে শেডিং যন্ত্রণায় ভুগছেন এলাকাবাসী৷
এদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় এই পথ অবরোধ৷ বেলা ১১টা পর্যন্ত এই অবরোধ চলে৷ সড়ক অবরোধের ফলে বিশালগড় বক্সনগর সড়কের সংশ্লিষ্ট এলাকার দুই দিকেই বহু যানবাহন আটকে পড়ে৷ প্রায় দেড় ঘন্টা পথ অবরোধ চললেও প্রশাসন বা বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা একটি বারের জন্যও সংশ্লিষ্ট স্থানে গিয়ে জনসাধারণের সমস্যা শোনার প্রয়োজনীয়তা অনুভব করেননি বলেও জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *