BRAKING NEWS

সর্প দংশনে জখম মহিলার চিকিৎসা নিয়ে চরম হয়রানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ বাইখোরা এবং গোমতী জেলা হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা না থাকায় এক মহিলাকে চিকিৎসার জন্য হন্যে হয়ে ছুটে আসতে হয়েছে জি বি হাসপাতালে৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷রাজ্যের সবকটি হাসপাতালে সাপের কামড়ের ইনজেকশন এন্টি স্নেক ভেনাস নেই৷ ফলে বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে৷ বাইখোড়ায় সাপের কামড়ে বিষক্রিয়ায় আক্রান্ত এক মহিলাকে স্থানীয় হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়৷ সেখান থেকে মহিলাকে শেষ পর্যন্ত জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷ মহিলার নাম মনিকা নন্দী৷ বাড়ি দক্ষিণ জেলার বাইখোড়ায়৷ জানা যায়, মহিলা সোমবার রেগার কাজ করতে গেলে একটি সাপ তার হাতে ছোবল দেয়৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ সেখানেও চিকিৎসার ব্যবস্থা নেই৷ সেখান থেকে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ রাজ্যের প্রতিটি হাসপাতালেই সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা থাকার কথা থাকলেও বাস্তবে সবকটি হাসপাতালে এমনকি জেলা হাসপাতালগুলিতেও সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা নেই৷ বাইখোড়ার ঘটনা এরই প্রকৃষ্ট উদাহরণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *