BRAKING NEWS

বিদ্রোহীদের দমনে নয়া কৌশল নিতে শুরু করেছে পিসিসি সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ বিদ্রোহীদের দমনে নিত্য নতুন কৌশল নিতে শুরু করেছে পিসিসি সভাপতি৷ বিদ্রোহী

সোমবার এক সাংবাদিক পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷
সোমবার এক সাংবাদিক পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷

বিধায়কের তালিকায় থাকা দিবাচন্দ্র রাঙ্খলের বিরুদ্ধে দলীয় গাড়ি ফেরত না দেওয়ায় প্রদেশ কংগ্রেস থানার দ্বারস্থ হয়েছে বলে জানান পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, পিসিসি সভাপতি থাকাকালীন দিবাচন্দ্র রাঙ্খলকে এআইসিসি’র টাকায় কেনা একটি টাটা সুমো গাড়ি দেওয়া হয়েছিল৷ যার নম্বর টিআর-০১-এএন-০২৩১৷ এদিন বীরজিৎবাবু জানিয়েছেন, গাড়িটি বেআইনী কাজে ব্যবহৃত হচ্ছে বলে খবর মিলেছে৷ এই খবরের ভিত্তিতে দিবাচন্দ্র রাঙ্খলকে গাড়ি ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ বীরজিৎবাবু জানান, গাড়ি চালক সঞ্জিব জমাতিয়া ঐ গাড়িটি নানা সময় বহিঃরাজ্যে বেআইনী কাজে ব্যবহার করতে নিয়ে যাচ্ছে বলে প্রমাণ মিলেছে৷ কিন্তু, দিবাচন্দ্র রাঙ্খলকে গাড়ি ফেরত চেয়ে না মেলায় অবশেষে পশ্চিম থানায় একটি জেনারেল ডায়রি (জিডি) এন্ট্রি করা হয়েছে৷ বীরজিৎবাবুর বক্তব্য পিসিসি সভাপতি থাকাকালীন দলীয় কাজে ব্যবহার করার জন্য দিবাচন্দ্র রাঙ্খলকে দেওয়া হয়েছিল৷ বর্তমানে তিনি পিসিসি সভাপতির দায়িত্বে নেই৷ সেই মোতাবেক তাঁর কাছে গাড়ি ফেরতের নির্দেশ পাঠানো হয়৷ তাতে মনে করা হচ্ছে যেহেতু দিবাচন্দ্র রাঙ্খল বিদ্রোহী বিধায়কদের তালিকায় রয়েছেন সেক্ষেত্রে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে পিসিসি সভাপতি থানার দ্বারস্থ হয়েছেন৷ এদিন তিনি আরও জানিয়েছেন, কংগ্রেস ভবনে হামলার ঘটনায় কয়েকজনকে বহিস্কার করা হয়েছে৷ তবে, থানায় অভিযোগ জানানো সত্বেও সেদিন কংগ্রেস ভবনে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় আগামী দিনে পশ্চিম থানায় ধর্ণা প্রদর্শন করা ছাড়া আর কোনও পথ খোলা থাকছে না বলে স্পষ্ট জানিয়ে দেন বীরজিৎবাবু৷ তিনি বলেন, সেদিন হামলাকারীরা প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার জিনিষপত্র নষ্ট করেছে৷ আলমারি ভেঙ্গে দশ হাজার টাকা লুট করে নিয়ে গিয়েছে৷ কোন বিদ্রোহীদেরই প্রদেশ কংগ্রেস বরদাস্ত করবে না বলে তিনি হুঙ্কার দিয়েছেন৷
এদিকে, চিটফান্ড কেলেংকারীকে সামনে রেখে আন্দোলন কর্মসূচী শুরু করতে চলেছে প্রদেশ কংগ্রেস৷ আগামী ৩০ মে থেকে ১১ জুলাই পর্য্যন্ত রাজ্যের আটটি জেলা শাসকের অফিসে ধর্ণা এবং ডেপুটেশন প্রদান করবে দল৷ চিটফান্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের আমানত ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ঐ চিটফান্ড সংস্থাগুলির স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবী জানিয়েছেন প্রদেশ কংগ্রেস৷ এদিন বীরজিৎবাবু জানিয়েছেন, ৩০মে ধর্মনগরে, ৩১মে কৈলাসহরে, ১৫ জুন উদয়পুরে, ২০ জুন আমবাসাতে, ২৫ জুন খোয়াইতে, ২৮ জুন সিপাহীজলায়, ৩০ জুন বিলোনীয়ায় এবং ১১ জুলাই আগরতলায় সমস্ত জেলা শাসকের কার্য্যালয়ে ধর্ণা ও ডেপুটেশন প্রদান করা হবে৷ এদিন তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই পাঁচ হাজার কর্মী নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের পরিকল্পনা নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *