চিকিৎসা পরিষেবা শিকেয়, পথ অবরোধ এলাকাবাসীর

Healthনিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ মে৷৷ জানথুম এডিসি ভিলেজে- এর হাসপাতালের পরিকাঠামোসহ ৭ দফা দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা৷ কমলপুর মহকুমা জানথুম এডিসি গ্রামের একমাত্র উপস্বস্থ্য কেন্দ্রটি উদ্বোধনের একবছরের মাথায় পরিকাঠা মোগত নানাবিধ সমস্যায় জর্জরিত৷ এই অবস্থা থেকে পরিত্রান পেতে হাসপাতালের পরিকাঠামো উন্নতি করার স্বার্থে ৭ দফা দাবীকে সামনে রেখে শনিবার পথ অবরোধে বসে গ্রামবাসীরা৷ গ্রামবাসীদের দাবী প্রয়োজনীয় ডাক্তার, নার্স নিয়োগ করা, সাধারন গ্রামের মানুষের স্বার্থে ২৪ ঘন্টা পরিষেবা চালু করা, জরুরী পরিষেবার জন্য এম্বুলেন্স চালু করা ইত্যাদি৷ খবর পেয়ে ডিসিএম রিচার্ড জংতে, কমলপুর বি এস এম হাসপাতালে ইনচার্জ বিধান দাস ঘটনাস্থলে যান এবং পথ অবরোধকারীদের সাথে কথা বলে গ্রামবাসীদের আশ্বস্ত করলে টানা দুই ঘন্টা পর অবরোধ মুক্ত হয় আমবাসা মরাছড়া সড়ক৷ প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য কেন্দ্র, উপ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ডাক্তার ও নার্সদের উদাসীনতার দরুন চিকিৎসা পরিষেবা শিকেয় উঠেছে বলে অভিযোগ৷