BRAKING NEWS

অপারগ ব্রিটেন সরকার, মালিয়াকে হাতে পাচ্ছে না ভারত

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): ভারতের অনুরোধই সার| ঋণখেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে শেষ পর‌্যন্ত হাতে পাচ্ছে না ভারত| কারণ ব্রিটেন সরকার জানিয়েছে, বিজয় মালিয়াকে ভারতে পাঠানোর কোনও আইনি সংস্থা নেই| আদালতের একাধিক নির্দেশের পরেও দেশে ফেরার কোনও প্রয়োজনই বোধ করেননি বিজয় মালিয়া| ব্রিটেন থেকে নানা সময় নানা ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন| তদন্তের স্বার্থে রীতিমত মরিয়া হয়ে শেষে বিজয় মালিয়াকে ফেরাতে ব্রিটেনের প্রশাসনকে অনুরোধ করেছিল ভারত| সে চেষ্টাও সফল হল না| বিদেশ দফতরের তরফে জানানো হল, ব্রিটেন সরকার জানিয়েছে, ১৯৭১ সালের অভিবাসন আইন অনুসারে ব্রিটেনে প্রবেশের সময় যদি কোনও ব্যক্তির বৈধ পাসপোর্ট থাকে, তাহলে তাঁকে আইনের বলে দেশ থেকে বের করে দেওয়া যায় না|
উল্লেখ্য, মালিয়া ভারত ছেড়েছিলেন গত ২ মার্চ| তারপরেই তাঁর পাসপোর্ট বাতিল করা হয়| মালিয়াকে ফেরাতে অপারগ হলেও, তদন্তে ভারতের পাশে থাকছে ব্রিটেনের প্রশাসন| জানানো হয়েছে, প্রত্যর্পণের জন্য ভারতকে সাহায্য করতে রাজি তাঁরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *