BRAKING NEWS

উত্তরাখণ্ডে আস্থাভোট হয়ে গেল, শীর্ষ আদালত থেকে ৱুধবার ফল ঘোষণা

দেরাদুন, ১০ মে (হি.স.): উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট হয়ে গেল| ৱুধবার সুপ্রিম কোর্ট থেকে ফল ঘোষণা হবে| একই সঙ্গে ভাগ্য নির্ধারণ হবে হরিশ রাওয়াত সরকারের| মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট শেষে সিল করা খামে সুপ্রিম কোর্টে পাঠানো হয় ফল| আস্থা ভোটের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী কংগ্রেস| তাঁদের দাবি, শেষ হাসি হাসবেন হরিশ রাওয়াতই| সরকার টিকিয়ে রাখার বিষয়ে আশাবাদী রাওয়াত বলেছেন, ‘আমরা অবশ্যই জিতব| বিধায়কদের বেশিরভাগই আমাদের পক্ষে| উত্তরাখণ্ডের জনগণ আমাদের পক্ষে| ভগবানও আমাদরেই পক্ষে|’
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মঙ্গলবার সম্পন্ন হল উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট| তার কিছুক্ষণ আগেই রাজ্য থেকে প্রত্যাহার করা হয় রাষ্ট্রপতি শাসন| এদিনের আস্থা ভোটের গোটা প্রক্রিয়া রেকর্ড করে সিল করা এনভেলাপে ভোটের ফল সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে| ৱুধবার ফল প্রকাশ করবে শীর্ষ আদালত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *