BRAKING NEWS

আগুস্তাওয়েস্টল্যান্ড বিতর্কে উত্তাল সংসদ, বিজেপির আক্রমণের মোকাবিলায় সোনিয়া

sonia gandhiiiiiনয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): আগুস্তাওয়েস্টল্যান্ড বিতর্কে ধুন্ধুমার সংসদ| বিজেপির অভিযোগ, ভিভিআইপি হেলিকপ্টার সরবরাহের বরাত দিয়ে সোনিয়া গান্ধী, মনমোহন সিং-সহ শীর্ষ কংগ্রেস নেতারা ঘুষ খেয়েছিলেন| বিজেপির এই অভিযোগের প্রেক্ষিতে ৱুধবার সরব হয়েছেন খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| তাঁর প্রশ্ন, ঘুষ খাওয়ার অভিযোগ তো ইউপিএ আমলেই উঠেছিল| এত দিন কী করছিল মোদীর সরকার? আরও এক ধাপ এগিয়ে আহমেদ প্যাটেল বলেছেন, ঘুষ নেওয়ার ক্ষুদ্রতম প্রমাণও যদি সরকার দেখাতে পারে, তা হলে ফাঁসি নিতে প্রস্তুত|
দেশের শীর্ষ রাজনীতিকদের ব্যবহারের জন্য ১২টি ভিভিআইপি হেলিকপ্টার কেনার কথা হয়েছিল ইউপিএ-২ আমলে| ইতালির সংস্থা আগুস্তাওয়েস্টল্যান্ড-এর কাছ থেকে এই হেলিকপ্টারগুলি কেনার কথা হয়েছিল| কিন্তু অভিযোগ ওঠে, ভারতকে হেলিকপ্টার সরবরাহের বরাত পেতে ইতালির সংস্থাটি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে ঘুষ দিয়েছে| ইতালির প্রশাসন আগুস্তাওয়েস্টল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করে| ঘুষের লেনদেনের অভিযোগ ওঠায় ইউপিএ সরকারও হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত স্থগিত করে দেয়|
সেই ইসু্যতে আবার নতুন করে উত্তাল হয়েছে সংসদ| বিজেপি বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানায়| ৱুধবার সংসদের আলোচ্যসূচিতে সবচেয়ে উপরে রয়েছে এই আগুস্তাওয়েস্টল্যান্ড ইসু্যই| অরুণ জেটলি-সহ বিজেপি নেতারা সোনিয়া-মনমোহন এবং আহমেদ প্যাটেলকে তীব্র আক্রমণ করেছেন| সনিয়া এর জবাবে বলেছেন, ‘আমি কোনও অনৈতিক কাজ করিনি| গত দুবছর ধরে সরকার কী করছিল|’ সোনিয়া আরও বলেন, ‘আমি চাই, দ্রুত ও নিরপেক্ষ ভাবে এই তদন্ত শেষ হোক এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থা হোক|’ সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল আরও আত্মবিশ্বাসী| বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন, ‘ঘুষ নেওয়ার ক্ষুদ্রতম প্রমাণও যদি সরকার দেখাতে পারে, তা হলে আমাকে ফাঁসি দিক|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *