নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ রাজ্যের গর্বের জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে৷ সাপের ছোবলে বিষক্রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর চিকিৎসা নিয়ে মারাত্মক গাফিলতি চলছে বলে অভিযোগ মিলেছে৷ ঐ রোগীর নাম মোহিত কুমার ত্রিপুরা৷ বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের উত্তর দ্বিজপুর এলাকায়৷ জানা যায়, ঐ ব্যক্তি বাগানের দিকে কাজ করতে যাওয়ার সময় একটি সাপ তাকে ছোবল দেয়৷ বিষক্রিয়ায় অস্থির হয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি হয় ঐ ব্যক্তি৷ সেখান থেকে তাকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে নিয়ে আসার পর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে ফেলে রাখা হয়৷ এই ব্যান্ডেজের ভিতরে পচন ধরে গেছে৷ যে ওয়ার্ডে সাপের ছোবলে জখম রোগীকে রাখা হয়েছে সেখানে আরো অনেক রোগী রয়েছেন৷ পচা গন্ধে ওয়ার্ডের ভিতরে থাকা কষ্টকর হয়ে পড়েছে৷ এবিষয়ে অন্যান্য রোগীদের তরফ থেকে বার বার বলার পর মঙ্গলবার রোগীটিকে ড্রেসিং করানো হয়৷ কিন্তু তার প্রকৃত চিকিৎসা নিয়ে সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছে৷ সঠিক চিকিৎসা হলে পচা দুর্গন্ধ বের হবে কেন সে প্রশ্ণ তুলেছেন অনেকে৷ এদিকে, প্রায়শই জি বি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে৷ এই ব্যাপরে উর্দ্ধতন কর্তৃপক্ষ নীর দর্শকের ভূমিকায়৷
2016-04-20