BRAKING NEWS

পারভেজ মুশারফের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ইসলামাবাদ, ৯ এপ্রিল (হি.স.) : পাকিস্তানের প্রাক্তন সেনা শাসক পারভেজ মুশারফের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল সেদেশের সন্ত্রাসবাদ বিরোধী আদালত |
পাক সুপ্রিম কোর্ট তাঁর বিদেশ ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই গত মাসে চিকিত্সার জন্য দুবাই যান মুশারফ | এদিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না তিনি | এদিন মুশারফ আদালতে হাজিরা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন পাক অ্যান্টি টেররিজম কোর্টের বিচারক সোহেল ইকরাম | তিনি বলেন, মুশারফের উচিত ছিল বিদেশ যাওয়ার আগে আদালতের অনুমতি নেওয়া |
২০০৭ সালে পাকিস্তানে জরুরি অবস্থার সময় তাঁর নির্দেশে বিচারকদের আটক করা হয়েছিল | সেই মামলাতেই এদিন আদালতে হাজিরা না-দেওয়ার মুশারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত | এর আগেও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল | তবে প্রতিবারই স্বাস্থ্যের দোহাই দিয়ে তিনি গ্রেফতারি এড়িয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *