২০১৭ সালের মধ্যে খাদ্য শষ্য উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের পদক্ষেপ নিয়েছি ঃ কৃষিমন্ত্রী

farmersনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ ডুকলী পঞ্চায়েত সমিতির মিলনায়তনে আজ থেকে তিনদিন ব্যাপী উদ্যান বিষয়ক উৎপাদিত বিভিন্ন জাতের সব্জী প্রদর্শনী প্রতিযোগিতা ও কৃষক সম্মেলন শুরু হয়েছে৷ চলবে ১১ মার্চ পর্যন্ত৷ এতে প্রায় ২৫০ জন কৃষকের উৎপাদিত বিভিন্ন জাতের সব্জী প্রদশিত হচ্ছে৷ কৃষক সম্মেলনে অংশ নিয়েছেন ১০০ জন কৃষক প্রতিনিধি৷
প্রদীপ জ্বেলে এই সম্মেলনের উদ্বোধন করে কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা কম জমিতে কি করে বেশী ফসল ফলানো যায় তা ভেবে দেখতে কৃষি বিজ্ঞানী ও কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, কৃষকরা যাতে কৃষি কাজের মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন ও ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পথ দেখাতে পারেন সেই লক্ষ্যে আমরা কৃষি বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাইছি৷ তিনি বলেন, এখন রাজ্য বছরে প্রায় ৮ লক্ষ মেট্রিকটন খাদ্য শষ্য উৎপাদন হয়৷ আমরা ২০১৭ সালের মধ্যে খাদ্য শষ্য উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের পদক্ষেপ নিয়েছি৷ কৃষিমন্ত্রী বলেন, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ৷ কিন্তু স্বাধীনতার ৬৯ বছর পরও কেন্দ্রীয় সরকার কৃষিনীতি প্রণয়ন করেনি৷ তাই গোটা দেশে আজ কৃষিতে সমস্যা রয়েছে৷ ফসলের ন্যায্য দাম না পেয়ে, ঋণ ফেরত দিতে না পেরে দেশের নানা রাজ্যে কৃষকরা অত্মহত্যা করছে৷ রাজ্যে চাষ বাসের অতীত ইতিহাস তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ষাট সত্তরের দশকে রাজ্যে কৃষির অবস্থা আজকের মত ছিল না৷ ১৯৮৭ সালের পর আমরা মাটি ও মানুষ এই দুটি মিলিয়ে রাজ্যে কৃষির যে জরাজীর্ণ অবস্থা ছিল তার পরিত্রাণের প্রচেষ্টা চালচ্ছি৷ আমরা সকলের সহযোগিতা নিয়ে কৃষিতে আরো এগিয়ে যেতে চাই৷ আধুনিক প্রথায় চাষাবাদ ও উৎপাদিত কৃষি সামগ্রীর উপর ভিত্তি করে রাজ্যে নানা শিল্প কারখানা গড়ে তুলতে চাই৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধায় ক রাজকুমার চৌধুরী বিবিন্ন জাতের ফল, সব্জী, শষ্য চাষের পাশাপাশি নানা জাতের ফুলচাষ করার উপর গুরুত্বারোপ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *