বেদখল হচ্ছে লধুয়া চা বাগানের জমি, কাজের সুযোগ থেকে বঞ্চিত ৫০০ জন

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৭ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের দক্ষিনের সাব্রুমে ফেনি তীরের লধুয়া চা বাগানে তৈরী হচ্ছে জৈবিক সবুজ চা, স্বাস্থের পক্ষে অত্যন্ত উপকারি এই চা ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে গোটা উত্তর পূর্বাঞ্চলে৷ তবে চা বাগানের tea-gardenজমি বেদখল হয়ে যাওয়ার সম্প্রসারণ করা যাচ্ছে না বাগান৷ চা বাগানের নিজের জায়গা ফেরত পেলে ৫০০ লোকের কর্মসংস্থান হবে বাগানে এমনটাই দাবি লধুয়া চা বাগানের ম্যানেজার স্নেহাশিষ দন্ডের৷১৯৭৮ সালে রাজ্যে বাম সরকার ক্ষমতায় এলে পরিতেক্ত চা বাগানের শ্রমিকরা ছুটে যান প্রথম বাম সরকারের মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর কাছে শ্রমিকরা দাবী করেন চা বাগানটি সরকার অধিগ্রহন করার৷ নৃপেন চক্রবর্তী শ্রমিকদের বুঝিয়ে বলেন সবাই মিলে সমরায় তৈরী করে চালু করুক বাগান৷ ১৯৭৯ সালে সমবায় সমিতি হিসাবে পথ চলা শুরু করে৷ ২০১৩ সালে চা বোর্ড সরকারের সহযোগিতায় গড়ে উঠে কারখানা৷ জোগানের মত চা পাতা পাওয়া না যাওয়ায় লোকসান চলছে কারখানা৷ তাই পাতার জোগান বাড়াতে দরকার বাগান সম্প্রসারন৷ রাজ্যের শিল্প দপ্ততর ও চী বোর্ডের সহায়তা প্রয়োজন স্নেহাশিস দন্ড ম্যানেজার লধুয়া চা বাগান৷ বাগানে প্রতিদিন ১৫০ জন শ্রমিক পাতা তোলার কাজে ব্যস্তবলে জানান চা শ্রমিক করুন ত্রিপুরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *